বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে ও ২ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে গতকাল শনিবার বিকেলে ঢাকায় আসার কথা ছিল আফগানিস্তান ক্রিকেট দলের। ফ্লাইট বিলম্বের কারণে ৫ ঘণ্টা দেরিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। যদিও এখনো সিরিজ শুরু হতে বেশ কয়েকদিন আছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতিসাপেক্ষে কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে আগেই এসেছে সফরকারীরা।
রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালেই আফগানিস্তান দল পৌঁছে গেছে সিলেট। বিসিবির পক্ষ থেকে সিলেটেই তাদের জন্য ক্যাম্প করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারি ওয়ানডে সিরিজ শুরু হবে। তার আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ক্যাম্পে করবে তারা।
১৯ ফেব্রুয়ারি পর্যন্ত আফগানিস্তানের ক্যাম্প চলবে সিলেটে। তারা ১৮ ফেব্রুয়ারি নিজেদের মধ্যে একটি ম্যাচ খেলবে। এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আফগানিস্তানের কয়েকজন ক্রিকেটারও খেলছেন। লিগের খেলা শেষ হলে তারা দলের সঙ্গে যোগ দেবেন।
আগামী ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩ ও ৫ মার্চ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।