স্বাগতিক বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ কড়া নাড়ছে দরজায়। আগামী মঙ্গলবার (৩ আগস্ট) শুরু হবে টাইগার-ক্যাঙ্গারোর লড়াই। এ লড়াই শুরুর আগে দুঃসংবাদ পেয়েছে অজিরা। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন পেসার রিলি মেরেডিথ। তার জায়গায় দলে ডাক পেয়েছেন ২৬ বছর বয়সী পেয়ার নাথান এলিস।
ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সঙ্গে থাকলেও কোন ম্যাচ খেলতে পারেননি এলিস। দলের সঙ্গে ছিলেন ব্যাকআপ ক্রিকেটার হিসেবে। ওয়েস্ট ইন্ডিস সফরে দলের ক্যাপ না পড়তে পারলেও সতীর্থের ইঞ্জুরিতে কপাল খুলতে যাচ্ছে তার। অভিষেকের অপেক্ষায় থাকা এ ক্রিকেটারের অভিষেক হতে পারে টাইগারদের বিপক্ষে।
সাইড স্ট্রেইন ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে গেছেন মেরেডিথ। ওয়েস্ট ইন্ডিজ সফরে একটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।
৩১টি টি-টোয়েন্টি, ৭টি প্রথম শ্রেনি ও একটি লিস্ট 'এ' ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাসমানিয়ান এ পেসারের।
ইনজুরির কারণে অস্ট্রেলিয়া দলের সঙ্গে আসেননি নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ম্যাথু ওয়েডের অধিনায়কত্বে খেলবে অজিরা।
সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামীকাল (৩ আগস্ট)। বাকি ম্যাচ গুলো হবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। সিরিজের সবগুলো ম্যাচই মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।