• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাফে বাংলাদেশের একাদশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ০৫:১২ পিএম
সাফে বাংলাদেশের একাদশ

সাফের ফাইনালে খেলার জন্য জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। অন্যদিকে ড্র করলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে নেপালের। 
নেপালের বিপক্ষে এক স্ট্রাইকার নিয়ে নেমেছে অস্কার ব্রুজনের শিষ্যরা। 

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সর্বশেষ শিরোপা জিতেছে ২০০৩ সালে। আর সর্বশেষ ফাইনাল খেলেছে ২০০৫ সালে। টুর্নামেন্টে নিজেদের দীর্ঘ ব্যর্থতা ঘোচাতে আজ জয় চাই বাংলাদেশের।

গ্রুপ পর্বটা শ্রীলংকার বিপক্ষে জয় দিয়েই শুরু করে জামাল ভুঁইয়ার দল। পরের ম্যাচে ড্র করে ভারতের সঙ্গে। তবে তৃতীয় ম্যাচে স্বাগতিক মালদ্বীপের কাছে হেরে টেবিলের ৪ পয়েন্ট নিয়ে চারে অবস্থান নেয় বাংলাদেশ। শীর্ষে থাকা মালদ্বীপের পয়েন্ট ৬। দুই থাকা নেপালের পয়েন্টও ৬। এক পয়েন্ট কম নিয়ে তিনে আছে ভারত। আর তলানিতে থাকা শ্রীলংকার পয়েন্ট ১।

বাংলাদেশ একাদশ

গোলকিপারঃ আনিসুর রহমান জিকু
ডিফেন্ডারঃ বাদশা, তপু বর্মণ, তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ
মিড ফিল্ডারঃ জামাল ভুঁইয়া, বিপলু আহমেদ, রাকিব হোসাইন, সাদ উদ্দিন ও মোহাম্মদ ইব্রাহিম
স্ট্রাইকারঃ সুমন রেজা

Link copied!