• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

সাকিবের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইবে বিসিবি


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০৫:৩৭ পিএম
সাকিবের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইবে বিসিবি
ফাইল ছবি

আগামী দু-একদিনের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সাকিব আল হাসান তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বৈঠকে বসবেন। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের বিষয়ে বিসিবিকে তার সিদ্ধান্ত সম্পর্কে বিশেষভাবে জানাবেন এই অলরাউন্ডার। 

তবে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, "সভাপতিও ভবিষ্যতের কথা বিবেচনা করে সাকিবের পরিকল্পনা জানার আশা করছেন। কারণ বাংলাদেশ আগামী এক বছরে তিনটি ফরম্যাটেই প্রচুর ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ।"

তিনি বলেন, "সাকিব বিসিবি সভাপতির সাথে তার পরিকল্পনা, বিশেষ করে দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে আলোচনা করতে বসবেন। তবে আমরা আশা করি যে, তিনি আগামী এক বছরের জন্য তার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন। এরপর সাকিবকে কোনো নির্দিষ্ট সিরিজে পাওয়া না গেলে কী করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বিসিবির পক্ষে সহজ হবে।"

সাকিব এর আগে বিসিবিকে চিঠি লিখেছিলেন, তাকে টেস্ট ক্রিকেট থেকে ছয় মাসের ছুটি দেওয়ার জন্য। বিশেষ করে আইপিএলে দল পাবেন ভেবে চিঠিটি লিখেছেন তিনি। বিসিবিও তাকে বিরতির অনুমতি দিয়েছে।

কিন্তু যেহেতু তিনি আইপিএল নিলামে কোনো দল পাননি সুতরাং বিসিবি দক্ষিণ আফ্রিকা সফরে তার বর্তমান সিদ্ধান্ত জানতে চেয়েছে। সাকিব বিসিবি সভাপতিকে জানিয়েছেন যে, তিনি আফগানিস্তান ওয়ানডে সিরিজের পর তার ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য বসতে আগ্রহী।

ইউনুস বলেন, তারা কোনো ক্রিকেটারকে কোনো ফরম্যাটে ক্রিকেট খেলতে বাধ্য করতে চান না।

তিনি আরও বলেন, “ক্রিকেটারদের ক্রিকেটের যে কোনো নির্দিষ্ট ফরম্যাট বেছে নেওয়ার স্বাধীনতা থাকা উচিত। কাউকে বাধ্য করার কোনো মানে নেই। সাকিবের পরিকল্পনার কথা জানার পর বিসিবি এ বছরের জন্য ক্রিকেটারের চুক্তি প্রকাশ করবে।"

খেলা বিভাগের আরো খবর

Link copied!