• ঢাকা
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩০, ১৩ রমজান ১৪৪৬

সর্বোচ্চ শূন্য তামিমের দখলে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ০৪:১৯ পিএম
সর্বোচ্চ শূন্য তামিমের দখলে

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার লজ্জার রেকর্ড করেছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্লেসিং মুজারাবানির বলে শূন্য রানে আউট হয়ে অনাকাঙ্ক্ষিত এই রেকর্ডের জন্ম দেন তিনি। 

ওয়ানডেতে ১৯টি শূন্য নিয়ে তামিম এখন সবার শীর্ষে। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ টি শূন্য সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের দখলে। ওয়ানডে ক্রিকেটে ১৫টি করে শূন্যর মালিক মাশরাফি বিন মুর্তজা ও মোহাম্মদ রফিক।  

ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি এই তিন সংস্করণ মিলিয়ে তামিমের শূন্য এখন ৩৪টি। বাংলাদেশের হয়ে ৩৩ টি শূন্য মাশরাফির। এছাড়া মোহাম্মদ আশরাফুলের শূন্য ৩১ ইনিংসে, ২৬ ইনিংসে মুশফিকুর রহিম।

তিন সংস্করণ মিলিয়েও ওপেনারদের মধ্যে শূন্যের বিশ্বরেকর্ডে তামিম আছেন তিনে। ৪৫টি শূন্য নিয়ে এ তালিকায় সবার উপরে আছেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী ওপেনার সনাৎ জয়াসুরিয়া। ক্যারিবিয় ব্যাটিং দানব আছেন তালিকার দুইয়ে। তার শূন্যের সংখ্যা ৪০টি।

Link copied!