ডানেডিনে নারী ওয়ানডে বিশ্বকাপের আসরে বুধবার মাঠে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি হেসেছেন ক্যারিবিয়ান নারীরা। ইংলিশদের বিপক্ষে ৭ রানের জয় পেয়েছে তারা।
টস জিতে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। উইন্ডিজ মেয়েরা দুর্দান্ত শুরু করে। তাদের প্রথম উইকেটের পতন ঘটে দলীয় ৮১ রানে। এরপরই ম্যাচে শুরু হয় নাটকীয়তা। দলীয় ৮১ রানেই আরও দুই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
দলের এই অগোছালো অবস্থায়ও হাল ছাড়েনি ওয়েস্ট ইন্ডিজ। ওপেনারদের পতনের পর শিমাইনি ক্যাম্পবেল ও চিডিয়ান ন্যাশন হাল ধরেন। ক্যাম্পবেল ৬৬ রান তুলে নিলেও ন্যাশন মাত্র ১ রানের জন্য অর্ধশতক মিস করেন। উইন্ডিজ থামে ৬ উইকেটে ২২৫ রানে।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিক থেকেই তেমন সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। দলীয় ৩১ রানে তাদের প্রথম উইকেট ও ৪১ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে। ১৫৬ রানে ৮ উইকেটের পতন হলে মোটামুটি নিশ্চিত হয় দলের হার। তবে শেষের দিকে সোফির ৩৩ ও কেট ক্রসের ২৭ রান দলকে আশা দেখায়। তারা দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়ার চেষ্টা করলে দলকে থামতে হয় ৪৭.৪ ওভারেই।
সব কটি উইকেট হারিয়ে ইংল্যান্ড সংগ্রহ করে ২১৮ রান। ফলে মাত্র ৭ রানের আফসোসে ভুগতে হয় দলটিকে।