• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

সমর্থকদের সঙ্গে গোল উদ্‌যাপন করলেন মার্টিনেজ


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২, ০৯:৫০ পিএম
সমর্থকদের সঙ্গে গোল উদ্‌যাপন করলেন মার্টিনেজ

ভিলা পার্কে শনিবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেড ও অ্যাস্টন ভিলার প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। ব্রুনো ফের্নান্দেসের জোড়া গোলে ইউনাইটেড এগিয়ে যাওয়ার পর ব্যবধান কমান জ্যাকব র‍্যামজি। সমতা টানেন বার্সেলোনা থেকে ভিলা পার্কে নাম লেখানো ফিলিপে কৌতিনহো।

এর আগে এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে ১-০ ব্যবধানে জয়লাভ করেছিল ইউনাইটেড। পাঁচ দিন আগে এফএ কাপের তৃতীয় রাউন্ডে ওল্ড ট্র্যাফোর্ডে দুই দলের লড়াই হয়েছিল।

ইউনাইটেডকে খেলতে হয় দলের তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই। তার পেশিতে টানের কারণে মাঠের বাহিরে তিনি। এই সুযোগ কাজে লাগাতে ভুল করেনি অ্যাস্টন ভিলা। রুখে দেয় রেড ডেভিলদের।

স্প্যানিশ ক্লাব থেকে ভিলা পার্কে গিয়ে আগের ফর্মের ইঙ্গিত দিচ্ছেন কৌতিনহো। ইউনাইটেডকে রুখে দিতে এক গোলের অবদান তার। ব্রাজিলিয়ান এই তারকার গোলের পর খেলায় সমতা এলে বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন আর্জেন্টিনার কোপা শিরোপাজয়ী গোলকিপার ইমিলিয়ানো মার্টিনেজ। গোলের পর তিনি দৌড়ে সমর্থকদের মধ্যে চলে যান এবং গোল উদ্‌যাপন করেন।
 

খেলা বিভাগের আরো খবর

Link copied!