এক যুগেরও বেশি সময় আগে ক্রিকেট ছেড়েছিলেন অস্ট্রেলিয়ান গ্রেট শেন ওয়ার্ন। তবে ক্রিকেট তাকে ছাড়েনি কখনো। বরাবরই নানানভাবে আলোচনায় ছিলেন তিনি। গত কাল শুক্রবার (৪ মার্চ) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান এই কিংবদন্তি।
শুধু ক্রিকেটার হিসেবে নয়, কোচ ও মেন্টর হিসেবেও ওয়ার্ন ছিলেন পারদর্শী। ওয়ার্নের শেষ ইচ্ছে ছিল ইংল্যান্ডের কোচ হবেন। স্কাই স্পোর্টস পডকাস্টে আগ্রহের কথা জানিয়েছিলেনও ওয়ার্ন। ইংলিশদের কোচ হিসেবে নিজেকেই আদর্শ ভেবেছিলেন তিনি। সেই ইচ্ছা অপূর্ণ রেখেই চলে গেলেন।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই অ্যাশেজ সিরিজে ভরাডুবি হয় ইংলিশদের। দলের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়া হয় অ্যাশলি জাইলসকে। দলের কোচ ক্রিস সিলভারউড একদিনের ব্যবধানে বিদায় নেন। ব্যাটিং কোচ গ্রাহাম থর্পকেও বাদ দেওয়া হয়।
ইংল্যান্ডের কোচ হওয়ার বিষয়ে উচ্ছ্বসিত ওয়ার্ন বলেছিলেন, "ইংল্যান্ডে দারুণ দারুণ খেলোয়াড় আছে। দলটা চমৎকার করছে। ওদের নিয়ে কাজ করার অনেক কিছুই আছে। কিছু বিষয়ে ঠিক করতে হবে। আমার মনে হয় এখনই ওদেরকে গাইড করার সঠিক সময়।"
নিজের আগ্রহের কথা জানিয়ে তিনি বলেছিলেন, "ইংল্যান্ড দলটার গভীরতা অনেক। কিন্তু কিছু কিছু মৌলিক বিষয় ঠিক করতে হবে। যেমন বেশি নো-বল করা যাবে না। অতিরিক্ত ক্যাচ ছাড়া যাবে না। দলটায় খেলোয়াড় আছে, তারা শুধু ঠিকঠাক পারফর্ম করতে পারছে না এই যা।"