• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

শান্ত-জয়ের হাফ সেঞ্চুরিতে এগোচ্ছে বাংলাদেশ 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২, ১০:৩০ এএম
শান্ত-জয়ের হাফ সেঞ্চুরিতে এগোচ্ছে বাংলাদেশ 

দলীয় ৪৩ রানে ওপেনার সাদমান ইসলামকে হারিয়ে ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। তবে সেই ধাক্কা সামলে ব্যাটিংয়ের হাল ভালোভাবেই ধরেছেন মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত। দুইজনের জুটিতে এরই মধ্যে শতরান পার করেছে বাংলাদেশ। শান্ত করেছেন অর্ধ শতক, হাফ সেঞ্চুরির কাছাকাছি জয়ও।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৩৪ রান। ব্যাট করছেন শান্ত (৫৮*) ও জয় (৫০*)। 

দিনের শুরুতে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে নিউজিল্যান্ডকে ৩৮২ রানে অল আউট করে দেয় বাংলাদেশ। এরপর ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল টাইগাররা। কিন্তু ব্যক্তিগত ২২ রানে সাদমান আউট হয়ে গেলে কিছুটা ছন্দপতন ঘটে। তবে শান্ত ও জয়ের দৃঢ়তায় প্রত্যাশা মতোই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে দুইজন মিলে ৯১* রানের জুটি গড়েছেন। এই জুটি গড়ার পথে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন শান্ত। 

দ্বিতীয় দিন সকালে কিউই শিবিরে প্রথম আঘাত হানেন শরিফুল ইসলাম। রাচিন রবীন্দ্রকে (৪) সাদমান ইসলামের ক্যাচে পরিণত করেন তিনি। এরপর নিউজিল্যান্ডের ইনিংস গোটানোর দায়িত্ব নেন মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণিতে একে একে বিদায় নেন কাইল জেমিসন (৬), টিম সাউদি (৬) ও নিল ওয়েঙ্গার (০)। আর হেনরি নিকোলসকে আউট করে কিউই ইনিংসের ইতি টানেন মোমিনুল হক। তার আগে ১২ চারে সাজিয়ে ৭৫ রান করেছেন নিকোলস। 

বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন শরিফুল ও মিরাজ। এছাড়া মোমিনুল হক ২টি ও এবাদত নিয়েছেন ১ উইকেট। 
 

Link copied!