এক দশকেরও বেশি সময় ধরে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) শিরোপা না জেতা মোহামেডান স্পোর্টিং ক্লাব এবার চ্যাম্পিয়ন হবার উদ্দেশ্যেই বিগ বাজেটের দল গড়ে। কিন্তু দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য মোহামেডান তাদের তারকা ৬ ক্রিকেটারকে হারিয়েছে। সাকিব-মুশফিকদের ছাড়া ডিপিএলের প্রথম ম্যাচে খেলতে নেমে শাইনপুকুরের কাছে ৪১ রানে হেরে গেছে ঐতিহ্যবাহী ক্লাবটি।
বুধবার (১৬ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে শাইনপুকুর। দলীয় ৪৪ রান তুলতেই তারা ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। এ তিন উইকেটের দুটিই পান সৌম্য সরকার। এরপর দলের হাল ধরেন রাকিন আহমেদ ও জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। চতুর্থ উইকেটে দলের সংগ্রহে ৪৭ রানের জুটি গড়েন তারা।
ধীর গতিতে রান তোলা রাকিন সোহরাওয়ার্দী শুভর বলে বোল্ড আউট সাজঘরে ফিরে যান ৭৪ বলে ৩৯ রান করে। এরপর রাজাকেও সাজঘরের পথ দেখান হাফিজ। তার আগে ৭৪ বলে ৪২ রান করেন এই অলরাউন্ডার। ১৭২ রানে ৬ উইকেট হারানোর পর শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন বোলিং অলরাউন্ডার আলাউদ্দিন বাবু ও মিডল অর্ডার ব্যাটার সাজ্জাদুল। শুরুতে সৌম্য দারুণ বোলিং করলেও আলাউদ্দিনের ঝড়ের সামনে সৌম্য তার ছন্দ হারিয়ে ফেলেন।
আলাউদ্দিনের ঝড়ো ১৯ বলে ৪৬ রান ও সাজ্জাদুলের ৭০ রানের ওপর ভর করে ৫০ ওভারে ২৫০ রানের পুঁজি পায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। মোহামেডানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট লাভ করেন সৌম্য।
জবাবে রান তাড়া করতে নেমে মোহামেডান শুরুতেই রনি তালুকদারের উইকেট হারায়। দলে দেশি তারকা ক্রিকেটাররা না থাকায় সৌম্যর ওপর আস্থা রেখেছিল টিম, কিন্তু ক্রিজে অনেকক্ষণ টিকে থেকেও বড় রান করতে পারেননি তিনি। স্পিনার নাঈম হাসানের বলে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফিরে যাবার আগে ২৮ বল খেলে মাত্র ৭ রান করেছেন এ ব্যাটার।
এরপর পাকিস্তানি অভিজ্ঞ ব্যাটার হাফিজও যেন অভিজ্ঞতার প্রমাণ দিতে পারলেন না। আলাউদ্দিন বাবুর বলে দলীয় ৩৯ রানে সাজঘরে ফিরেন হাফিজ। দলীয় ১১ রান যোগ করতেই আরও একটি রান আউটের কবলে পড়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১২ বলে ৯ রান করা আরিফুল ইসলাম রান আউট হন হাসান মুরাদের বলে।
সৌম্য, হাফিজরা আসা-যাওয়ার মধ্যে থাকলেও দলীয় রানের চাকা সচল রেখেছিলেন ওপেনার পারভেজ হোসেন ইমন। কিন্তু অপর প্রান্তে অধিনায়ক শুভাগত হোম ১০, জাহিদুজ্জামানের ১৮ রানের পর ইমনও বিদায় নেন নিজের অর্ধশতক পূরণ করে। এরপর সোহরাওয়ার্দী শুভ (৫১) ও ইয়াসিনের (৩৮) শুধু হারের ব্যবধানই কমিয়েছে।
শেষ পর্যন্ত ইনিংসের ৯ বল বাকি থাকতেই ২০৯ রানেই অলআউট হয়ে যায় মোহামেডান। ফলে শাইনপুকুরের কাছে ৪১ রানে হেরে গেছে ঐতিহ্যবাহী ক্লাবটি।