• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

শততম টেস্টে পন্টিংকে ছুঁতে পারবেন কোহলি?


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ৪, ২০২২, ১১:২৬ এএম
শততম টেস্টে পন্টিংকে ছুঁতে পারবেন কোহলি?

মোহালিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে ভারত। দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলির জন্য ম্যাচটি বিশেষ তাৎপর্য বহন করে। ভারতের ১২তম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট ম্যাচ খেলতে নামছেন তিনি।

ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে ভারতীয় বোর্ড মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে। করোনার সংক্রমণের কারণে দর্শকশূন্য স্টেডিয়াম থাকার কথা থাকলেও কোহলির প্রতি সম্মান দেখিয়ে বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। ম্যাচে টস জিতে ব্যাটিং করছে ভারত।

নিজের শততম টেস্ট নিয়ে উচ্ছ্বসিত কোহলি নিজেও। নিজের অনুভূতির কথা জানিয়েছেন টুইটারে পোস্টের মাধ্যমে।

আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটার লিখেছেন, “দারুণ এই যাত্রায় আমি রোমাঞ্চিত। এটা আমার জন্য অবশ্যই বিশেষ। মাঠে নামার জন্য অপেক্ষা করতে পারছি না। কখনো ভাবিনি শততম টেস্ট ম্যাচ খেলব। ভারতের হয়ে খেলাটাই আমার কাছে স্বপ্নের মতো। এ পর্যন্ত আসার জন্য অনেক পরিশ্রম করেছি। আমার পরিবার, কোচ সবাই আমার প্রতি সন্তুষ্ট। এই অর্জনে আমি আপ্লুত।”

শততম টেস্টে কোহলিকে হাতছানি দিচ্ছে রেকর্ডও। তিন সংস্করণ মিলিয়ে কোহলির সেঞ্চুরির সংখ্যা ৭০টি। এর মধ্যে টেস্টে ২৭টি ও ওয়ানডেতে ৪৩টি। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত কোনো সেঞ্চুরির দেখা পাননি তিনি। অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং ৭১ সেঞ্চুরি (টেস্টে ৪১, ওয়ানডেতে ৩০) নিয়ে শীর্ষ সেঞ্চুরিয়ানদের তালিকায় আছেন দ্বিতীয় অবস্থানে। ১০০ সেঞ্চুরি নিয়ে চূড়ায় শচীন টেন্ডুলকার। মাত্র এক সেঞ্চুরি হলেই পন্টিংকে ছুঁয়ে ফেলবেন কোহলি।

Link copied!