• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

শচীনের ‘মা’ ডাক কোনোদিন ভুলব না, বলেছিলেন লতা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২২, ০৪:১২ পিএম
শচীনের ‘মা’ ডাক কোনোদিন ভুলব না, বলেছিলেন লতা

মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রোববার সকাল ৮ টা ১২ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমান ৯২ বছর বয়সী সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকরের সুরের মূর্ছনায় মুগ্ধ গোটা দেশ এখন শোকে স্তব্ধ।

ক্রিকেট ছিল লতার প্রিয় খেলা। কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে অত্যন্ত স্নেহ করতেন তিনি। শুধু ভালোবাসতেন বলে কিছুই বলা হয় না। 'মাস্টার ব্লাস্টার'-কে নিজের ছেলের মতোই স্নেহ করতেন তিনি। সেকথা একাধিকবার প্রকাশ্যেই জানিয়েছিলেন।

লতাকে 'মা' বলে ডাকতেন শচীন। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমেও কথা বলেন তিনি। শচীনকে নিজের সন্তানের মত দেখতেন তিনি।

তাঁর ভাষায়, "শচীন আমাকে তার মায়ের মতোই ভালোবাসে, সম্মান করে। আর আমিও শচিনকে নিজের ছেলের মতোই দেখি। একজন মা যেমন তার ছেলের জন্য প্রার্থনা করেন, ওর জন্য আমিও ঠিক তেমনটাই করি। শচিন যেদিন আমাকে 'মা' বলে ডেকেছিল, সেই দিনটি আমি কোনোদিন ভুলব না। আমি ভাবতে পারিনি ওর থেকে এই ডাক শুনতে পারব। যেমন চমকে গিয়েছিলাম, তেমন আনন্দও পেয়েছিলাম। এটুকু বলব ওর মতো ছেলে পেয়ে আমি ধন্য।"
 
এখানেই শেষ নয়। শচীনকে ভারতরত্ন দেওয়ার আর্জিও জানিয়েছিলেন লতা। ভারতরত্ন খেতাব পাওয়ার ১২ বছর আগেই  তাকে যোগ্য বলে ঘোষণা করেন তিনি।

লতা বলেছিলেন, "আমার কাছে, বহু বছর ধরেই শচীনই আসল ভারতরত্ন। দেশের জন্য ও যা করেছে, তা খুব কম মানুষই করতে পেরেছেন। ভারতরত্ন সম্মান পাওয়ার যোগ্য দাবিদার শচীন। আমাদের সকলকে ও গর্বিত করেছে।"

Link copied!