চট্টগ্রামে অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় মাথায় আঘাত পেয়েছেন ইয়াসির আলী রাব্বি। শাহীন আফ্রিদির বলে মাথায় আঘাত পাওয়ার হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। হাসপাতালে নেওয়া হলেও শঙ্কার কিছু নেই বলে জানিয়েছে বিসিবি। তবে পর্যবেক্ষনের জন্য হাসপাতালে থাকতে হবে তাকে।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪ রান করে হাসান আলীর বলে বোল্ড হয়ে ফিরেন তিনি। দ্বিতীয় ইনিংসে দলের বিপদের সময় হাল ধরেন ইয়াসির আলী। গুরুত্বপূর্ণ সময়ে ৩৬ রান করে মাথায় আঘাত পাওয়ার পর আর ব্যাট করতে পারেননি তিনি। তার পরিবর্তে ব্যাট করতে নামেন উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান।
মাঠ থেকে ওঠে যাওয়ার পর হাসপাতালে নেওয়া হয় ইয়াসিরকে। সেখানে সিটি স্ক্যান করা হয়েছে তার। তবে আশার খবর হচ্ছে সিটি স্ক্যানে কোনো সমস্যা ধরা পড়েনি তার।
তবে সাবধানতার অংশ হিসেবে হাসপাতালে থাকতে হবে ইয়াসিরকে। এই বিষয়ে জাতীয় দলের সংশ্লিষ্ট সূত্র এক ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যমকে জানান, ‘সিটি স্ক্যান প্রতিবেদনে ইয়াসিরের স্কালে কোনো সমস্যা ধরা পড়েনি। তবে পর্যবেক্ষণের জন্য আপাতত তাকে হাসপাতালে রাখা হতে পারে।’
লিটন দাসের ৫৯ রানে ব্যাট করে চট্টগ্রামে পাকিস্তানকে ২০২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।