ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) চলতি আসরে নাটকীয় এক দিন কাটল। লো স্কোরিং ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দেয়া ১৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শাইনপুকুর ক্রিকেট ক্লাব গুটিয়ে যায় ১৩২ রানে। ফলে স্বল্প পুঁজি নিয়েও ১৪ রানের জয় তুলে নিয়েছে ইমরুল কায়েসের দল।
মঙ্গলবার (২২ মার্চ) সাভার বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে শেখ জামাল। একটা সময় ৬৬ রানে ১ উইকেট থাকলেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে এলোমেলো হয়ে যায় শেখ জামালের ইনিংস। সাইফ হাসান ২০ আর ইমরুল কায়েস ৩৯ করে ফেরার পর একটা প্রান্ত ধরে ছিলেন রবিউল ইসলাম রবি।
কিন্তু বাকি ব্যাটারদের কেউ তাকে সঙ্গ দিতে পারেননি। শেষ পর্যন্ত নবম ব্যাটার হিসেবে ৪৮ রান করে আউট হন রবি। ফলে মাত্র ৩৬.৪ ওভারেই ১৪৬ রানে গুটিয়ে যায় শেখ জামালের ইনিংস।
জবাবে শুরুটা ভালই ছিল শাইনপুকুরের। একটা সময় সহজ জয়ের পথেই এগিয়ে যাচ্ছিল তারা। দলীয় ৮৭ রানে ৩ উইকেটের পতনের পরই মূলত ভেঙ্গে যায় ব্যাটিং অর্ডার। শেখ জামালের দুই স্পিনার সানজামুল ইসলাম এবং তাইবুর রহমানের ঘূর্ণির মুখে পড়ে একের পর এক উইকেট হারাতে থাকে তারা।
মাহিদুল অঙ্কন (৩১), তাসামুল হক (২৪), সিকান্দার রাজারা (১৩) সেট হয়ে আউট হলে হঠাৎ বিপদে পড়ে দলটি। সাজ্জাদুল হক রিপন একা লড়াই করলেও শেষ রক্ষা হয়নি। ৪৫ বলে ৩৮ রানে অপরাজিতই থেকে যান তিনি। ১৩২ রানে থামে শাইনপুকুরের ইনিংস।
বোলিংয়ে সানজামুলের ৪ উইকেট ও তাইবুর নেন ৩ উইকেট। এছাড়া ১টি করে উইকেট নেন পারভেজ রসুল, মৃত্যুঞ্জয় চৌধুরী এবং সাইফ হাসান। ম্যাচ সেরার পুরস্কার জেতেন সানজামুল ইসলাম।