• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

লিটনের হাফ সেঞ্চুরি, ২০০ পেরোল বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২, ০৯:৫১ এএম
লিটনের হাফ সেঞ্চুরি, ২০০ পেরোল বাংলাদেশ

দলীয় ১২৮ রানে ৫ উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কায় ভুগছিল বাংলাদেশ। সেই শঙ্কা এখনো কাটেনি। তবে লিটন দাস ও নুরুল হাসান সোহানের জুটিতে কিছুটা আশা দেখছে সফরকারীরা। এই জুটির প্রতিরোধে দলীয় ২০০ রান পার করেছে বাংলাদেশ। এদিকে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন লিটন দাস। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২১৮ রান। লিটন ৬৪* রানে ও সোহান ৩০* রানে অপরাজিত আছেন। নিউজিল্যান্ডের চেয়ে পিছিয়ে ১৭৩ রানে।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ধস নামে বাংলাদেশের টপ অর্ডারে। প্রথম ইনিংসে ঘাতক ছিলেন টিম সাউদি। এই ইনিংসে তোপ দাগান নির ওয়েঙ্গার। বাংলাদেশের ৫ উইকেটের ৩টিই নিয়েছেন তিনি। অন্য দুটি উইকেট ভাগাভাগি করে নিয়েছেন সাউদি ও কাইল জেমিসন।

দলীয় ২৭ রানে ওপেনার শাদমান ইসলামকে (২১) হারায় বাংলাদেশ। এরপর নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ নাঈম মিলে ৪৪ রানের জুটি গড়ে বাংলাদেশকে পৌঁছে দেন ৭১ রানে। ব্যক্তিগত ২৯ রানে আউট হন শান্ত। এরপর দ্রুতই নাঈম (২৪), মোমিনুল হক (৩৭) ও ইয়াসির আলীকে (২) হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।

সেখান থেকে জুটি গড়েন লিটন ও সোহান। দুইজনের জুটিতে ইনিংস হার এড়াতে লড়ছে বাংলাদেশ।

খেলা বিভাগের আরো খবর

Link copied!