• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লিগ ওয়ানে প্রথম গোল, পিএসজির জয়ের নায়ক মেসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ০১:৫৪ পিএম
লিগ ওয়ানে প্রথম গোল, পিএসজির জয়ের নায়ক মেসি

অবশেষে লিগ ওয়ানে গোলের খরা কাটল আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। শনিবার রাতে নতুন ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) হয়ে ফ্রেঞ্চ লিগে প্রথম গোল করেছেন তিনি।

ঘরের মাঠ পার্ক দো প্রিন্সেসে ৩-১ ব্যবধানে নঁতেকে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছেন মাউরিসিও পোচেত্তিনোর শিষ্যরা। 

ম্যাচের মাত্র দুই মিনিটেই প্রথম গোল করে পিএসজিকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। ৬৫ মিনিটে গোলরক্ষক কেইলর নাভাস লাল কার্ড দেখে বিদায় নিলে অনেকটাই বেকায়দায় পড়ে যায় প্যারিস।

এরপর ১০ জনের দলের বিরুদ্ধে ৭৬ মিনিটে গোল করে নঁতেকে সমতা এনে দেন র‌্যান্ডাল কোলো মুয়ানি। তবে ৫ মিনিট পরই নিজেদের জালে গোল জড়িয়ে পিএসজিকে এগিয়ে দেন নানতেসের বদলি খেলোয়ার দেণীশ আপিয়া।

এরপর ৮৭ মিনিটে জয়সূচক তৃতীয় গোলের মাধ্যমে পিএসজি ভক্তদের আনন্দে ভাসান মেসি। নেইমার-পারেদেসরা ১০ জনের দল নিয়ে প্রায় আধা ঘণ্টা খেললেও কোনো সুবিধা আদায় করতে পারেনি নঁতে।

বাছাইপর্বের আর্জেন্টিনার বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিতের পরই ইনস্টাগ্রাম পিএসজির হয়ে সেরাটা দেওয়ার আভাস দেন লিওনেল মেসি। এরপর নঁতের বিপক্ষে পিএসজির ৩-১ গোলে জয়ে প্রধান ভূমিকা রাখলেন তিনি।

বার্সেলোনার হয়ে নিজের সেরা সময় কাটিয়ে পিএসজিতে এসেও যেন এই ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড জানালেন, এখনো ফুরিয়ে যাননি তিনি।

Link copied!