• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

লাহোরে বেঁচে গেলেন অস্ট্রেলিয়ান ধারাভাষ্যকার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ০৮:১২ পিএম
লাহোরে বেঁচে গেলেন অস্ট্রেলিয়ান ধারাভাষ্যকার
ছবি সংগৃহীত

দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়ে অস্ট্রেলিয়া দলের একের পর এক ঘটনা সামনে আসছে। টেস্ট সিরিজ কাভার করতে পাকিস্তানে গিয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেট ধারাভাষ্যকার অ্যাডাম কলিন্স। তিনি কাজ করেন এসইএন’র সঙ্গে। লাল বলের সিরিজ জয়ের আনন্দ নিয়ে দেশে ফিরছিলেন কলিন্স। পাকিস্তান ছাড়ার আগে লাহোর বিমানবন্দরে যাওয়ার পথে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় বেঁচে যান ৩৭ বছর বয়সী ওই ধারাভাষ্যকার। 

কলিন্স শুধু টেস্ট সিরিজ কাভার করতে পাকিস্তানে গিয়েছিলেন। দেশে ফেরার জন্য লাহোর বিমানবন্দরে যাওয়ার পথে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে তার গাড়ি ধাক্কা খায়। এসময় কলিন্সের বুকে ও পেটে আঘাত লাগে এবং তার গাড়ি চালক গুরুতর আহত হন। 

এই ধারাভাষ্যকারের বক্তব্য অনুযায়ী, ছয় ঘণ্টা অস্ত্রোপচারের পর স্থিতিশীল অবস্থায় ফিরেছেন গাড়ি চালক। এক মাস হাসপাতালে থাকতে হবে তাকে। তবে কলিন্স নিরাপদ ছিলেন এবং লন্ডনে তার পরিবারের কাছে ফিরেছেন। 

দ্য অস্ট্রেলিয়ান গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘যে গতিতে ট্রাকের সঙ্গে আমাদের গাড়ি ধাক্কা লেগেছিল, তারপরও যে আমি অক্ষত আছি কারণ আমার সিটবেল্ট লাগানো ছিল।  

‘আমরা যে গতিতে ট্রাকটিকে আঘাত করেছি, তারপরও এখনও এক টুকরো রয়েছি, এটা কেবল সিটবেল্ট ছিল বলেই। এটি অলৌকিক ঘটনা যে চালক বেঁচে গেছেন। তবে আমি ব্যথিত সে গুরুতর আহত হওয়ায়। আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’

‘তাকে ধ্বংসাবশেষ থেকে মুক্ত করার জন্য অনেক মানুষ একত্রিত হয়েছিল। এটা তাদের সম্প্রদায়ের মনোভাবকে প্রতিফলিত করে। যা আমরা পাকিস্তান সফরে গিয়ে দেখেছি। দুর্ঘটনাটি ভয়ঙ্কর ছিল, আমি সেখানে ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করছি।’

অজি এই ধারাভাষ্যকার আহত গাড়ি চালকের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

খেলা বিভাগের আরো খবর

Link copied!