ইংল্যান্ড ক্রিকেটে টেস্ট দলের নতুন দিনের সূচনা হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ দিয়ে। ক্রিকেটের তীর্থস্থান লর্ডসে আজ বৃহস্পতিবার (২ জুন) শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
চলতি বছরের শুরুতে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজে ভরাডুবির জেরে সাদা পোশাকে ইংল্যান্ডের স্থায়ী অধিনায়ক করা হয় তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে। আর ইংল্যান্ডের হেড কোচ হিসেবে লাল বলে দায়িত্ব পালন করতে যাচ্ছেন ব্রেন্ডন ম্যাককালাম। এই ম্যাচ দিয়েই যাত্রা শুরু করছেন স্টোকস-ম্যাককালাম জুটি।
ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, অ্যালেক্স লিস, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটরক্ষক), ম্যাথিউ পটস, জ্যাক লিচ, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।
নিউজিল্যান্ড একাদশ: টম লাথাম, উইল ইয়ং, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, ড্যারেল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, কাইল জেমিসন, টিম সাউদি, অ্যাজাজ প্যাটেল ও ট্রেন্ট বোল্ট।