• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রোহিত শর্মার দলে ‘বেবি এবি’


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২২, ০৯:৩২ এএম
রোহিত শর্মার দলে ‘বেবি এবি’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২২ সালের মেগা নিলামে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ তারকা খেলোয়াড় ‘বেবি এবি’ খ্যাত ডিওয়াল্ড ব্রেভিসকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার দল এই উদীয়মান তারকাকে ৩ কোটিতে কিনে নিয়েছে, যার ভিত্তিমূল্য ছিল ২০ লাখ।

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী ব্যাটার এবি ডি ভিলিয়ার্সের মতো খেলার ধরনের জন্য ‘বেবি এবি’ নামে ডাকা হয় ব্রেভিসকে। ওয়েস্ট ইন্ডিজে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময় তার জনপ্রিয়তা বাড়ে।

চেন্নাই সুপার কিংসও ব্রেভিসের প্রতি আগ্রহী ছিল।  শনিবার মেগা নিলামের প্রথম দিনে ব্রেভিসকে সফলভাবে কেনার সময় প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে এবং মালিক আকাশ আম্বানি খুশি হয়েছিলেন।

ব্রেভিস অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের ১৮ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন। ব্রেভিস এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করে শিখর ধাওয়ানের রেকর্ড ভাঙেন। ভারতের উদ্বোধনী ব্যাটারের ৫০৫ রানকে ছাড়িয়ে যান ৫০৬ রান করে। ব্রেভিসের দল ফাইনালে না খেলতে পারলেও টুর্নামেন্ট সেরার পুরস্কার ওঠে তার হাতেই। শিখর ধাওয়ান ২০০৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৫০৫ রান করেছিলেন যে টুর্নামেন্ট ভারত বিরাট কোহলির নেতৃত্বে জিতেছিল।

দক্ষিণ আফ্রিকার এই ব্যাটিং তারকা গত মাসে বলেছিলেন, তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে প্রতিনিধিত্ব করতে চান কারণ এবি ডি ভিলিয়ার্স গত মৌসুম পর্যন্ত এখানে খেলেছিলেন।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময় ব্রেভিস বলেন, “আমার সবচেয়ে বড় স্বপ্ন প্রোটিয়াদের হয়ে খেলা। আমি আইপিএলের বড় ভক্ত এবং আমি আরসিবির হয়ে আইপিএল খেলতে চাই। আমি আরসিবিকে ভালোবাসি কারণ বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্স সেখানে ছিলেন।”

Link copied!