• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রোমাঞ্চকর ম্যাচে চেলসিকে হারিয়ে শিরোপা লিভারপুলের


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০৯:১৯ এএম
রোমাঞ্চকর ম্যাচে চেলসিকে হারিয়ে শিরোপা লিভারপুলের

রোববার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে লিগ কাপের ফাইনালে টাইব্রেকারে ১১-১০ ব্যবধানে জিতেছে লিভারপুল। মূল ম্যাচ ও অতিরিক্ত সময়ে গোল করতে পারেনি দুদলই।

টাইব্রেকারে দুই দলের ২০ আউটফিল্ড খেলোয়াড়ই বল জালে পাঠান। ইংলিশ ফুটবলের দুই শীর্ষ সারির দলের মুখোমুখি লড়াইয়ে এর আগে কখনোই টাইব্রেকারে এত বেশি শট নিতে হয়নি।

ম্যাচের ৬ মিনিটে প্রথম সুযোগ পায় চেলসি। তবে গোল পেতে ব্যর্থ হয় ক্রিস্টিয়ান পুলিসিকে। ম্যাচের ১৭ মিনিটে ভালো একটি সুযোগ পান লিভারপুলের সাদিও মানে। এটাও ব্যর্থ ছিল।

ম্যাচের ৩০ মিনিটে ডাবল সুযোগ পায় লিভারপুল। তবে চেলসি গোলরক্ষক দুর্দান্ত সেভে গোল হওয়া থেকে দলকে রক্ষা করেন। দ্বিতীয়ার্ধেও আক্রমণ পাল্টা-আক্রমণ হতে থাকে। তবে কেউই প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি। ম্যাচের ৬৭ মিনিটে লিভারপুলের একটি গোল অফসাইড হয়। ৭৮ মিনিটে চেলসিরও অফসাইডের কারণে গোল বাতিল হয়। অতিরিক্ত সময় শেষ হয়ে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

চেলসি কোচ টমাস টুখেল নিয়মিত গোলরক্ষক মঁদিকে তুলে কেপা আরিসাবালাগাকে নামান। সেখানে দলের সবাই বল জালে জড়ায়। কিন্তু টাইব্রেকারের আগে মাঠে নামা কেপা বল উড়িয়ে মারেন। সঙ্গে সঙ্গে শিরোপা জয়ের উল্লাসে ফেটে পড়ে লিভারপুল।

Link copied!