চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের এলিমিনেটর ম্যাচে রোমাঞ্চ ছড়িয়ে খুলনা টাইগার্সকে নাটকীয়ভাবে ৭ রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই জয়ে কোয়ালিফায়ার রাউন্ডে উঠে গেল অধিনায়ক আফিফ হোসেনের দল।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে যায় চট্টগ্রাম। ব্যাট করতে নেমে ওপেনার কেনার লুইসের , মেহেদি হাসান মিরাজের ও চাডউইক ওয়ালটনের অপরাজিত ৪৪ বলে ৮৯ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রান করে বন্দর নগরীর দলটি।
জবাবে ব্যাট করতে নেমে অ্যান্দ্রে ফ্লেচারের অপরাজিত ৮০, অধিনায়ক মুশফিকের ৪৩ ও ইয়াসির আলীর ৪৫ রানের পরও শেষ ওভারের নাটকীয়তায় খুলনার ইনিংস শেষ হয় ১৮২ রানে। ফলে ৭ রানের রোমাঞ্চকর জয় পায় তিনবার অধিনায়ক পরিবর্তন করা দলটি।
ম্যাচ সেরা হয়েছেন ৪৪ বলে ৮৯ রান করা ক্যারিবিয় উইকেটকিপার ব্যাটার ওয়ালটন।
প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার পরাজিত দলের বিপক্ষে ১৬ই ফেব্রুয়ারি মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।