সাইফ স্পোর্টিং ক্লাব ও রেফারিদের নিয়ে বিতর্ক বেশ কয়েকদিন ধরেই। পাল্টাপাল্টি অভিযোগ দুই পক্ষের বিরুদ্ধে। তবে এবার পরিস্থিতি ঘোলাটে হওয়ার আগেই দুঃখ প্রকাশ করলেন সাইফের অধিনায়ক জামাল ভূইয়া।
অভিযোগ উঠেছিল মুন্সীগঞ্জে শেখ রাসেলের বিপক্ষে ম্যাচে জটলার মধ্যে রেফারিকে লাথি মারেন জামাল। এই ঘটনায় অধিনায়কের বিরুদ্ধে ফুটবল ফেডারেশন ফরেনসিক তদন্ত করছে।
তদন্ত শেষ হওয়ার আগেই পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করেছিল। জামাল এই ইস্যুতে গণমাধ্যমে কথা বলতে এসে বলেছিলেন, রেফারি মিথ্যা কথা বলছে। রেফারিদের বড় একটা অংশ সিদ্ধান্ত জানিয়েছিল যেখানে জামাল খেলবেন, তারা সেই ম্যাচ পরিচালনা থেকে বিরত থাকবেন।
পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই এক ভিডিওবার্তায় দুঃখ প্রকাশ করেছেন জামাল।
তিনি বলেন, "রেফারিকে নিয়ে আমার মন্তব্যটা স্রেফ ভুল বোঝাবুঝি। আমি কাউকে আঘাত করতে চাইনি। এটা আমার উদ্দেশ্যও ছিল না। তবে কেউ আমার মন্তব্যে কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত। আশা করছি সকলের সম্মিলিত প্রয়াসে প্রিমিয়ার লিগ শেষ করতে পারব।"