• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

রেকর্ড জয়ে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ ভারতের


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২, ১০:২৬ এএম
রেকর্ড জয়ে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ ভারতের

ধর্মশালায় রোববার রাতে শ্রীলঙ্কাকে হারিয়ে টি-টোয়েন্টিতে টানা ১২ জয়ের রেকর্ড গড়ল ভারত। এর মধ্যে আফগানিস্তান ও রোমানিয়ার সঙ্গে যৌথভাবে এ সংস্করণে টানা সর্বোচ্চ জয়ের চূড়া স্পর্শ করল ভারতীয়রা। এদিকে গতকাল ভারতের কাছে হেরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটিতে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল শ্রীলঙ্কা।

গতকাল ১৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেটের অনায়াস জয় পায় ভারত। 

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৪ রান করে লঙ্কান টপ অর্ডার ব্যাটাররা। প্রথম সারির ব্যাটারদের ব্যর্থতায় শানাকার অপরাজিত ৭৪* রান দলকে ১৪০ রানের সীমা ছাড়িয়ে যাওয়ার পথ দেখায়।

জয়ের জন্য ১৪৭ রান তাড়া করে ভারত ওপেনার রোহিত শর্মা এবং সঞ্জু স্যামসনকে শুরুতেই হারায়। শ্রেয়াস আইয়ারের ৭৩ রানের ঝলমলে ইনিংস দলকে জয় পাইয়ে দিতে মূল ভূমিকা পালন করে।

প্রথম এবং দ্বিতীয় টি-টোয়েন্টিতেও দলের জন্য অবদান রেখে শ্রেয়াস সিরিজ সেরার পুরস্কার জিতেছেন।
 

খেলা বিভাগের আরো খবর

Link copied!