• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬
চ্যাম্পিয়নস লিগ

রিয়াল মাদ্রিদের বিপক্ষে অনিশ্চিত এমবাপ্পে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৮, ২০২২, ০৯:১৬ পিএম
রিয়াল মাদ্রিদের বিপক্ষে অনিশ্চিত এমবাপ্পে
ছবি সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের বিপক্ষে বুধবার (৯ মার্চ) মাঠে নামবে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ পিএসজি সমর্থকদের জন্য। অনুশীলন করতে গিয়ে ইনজুরিতে পড়েছেন ফরাসি তারকা এমবাপ্পে। ফলে আগামীকাল একাদশে দেখা নাও যেতে পারে এই ফুটবলারকে। 

সোমবার (৭ মার্চ) কোচ পচেত্তিনোর অধীনে অনুশীলনে নেমেছিল লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পেরা। সেই অনুশীলনই বিপদের কারণ হয়ে দাঁড়াল পিএসজির জন্য। সতীর্থ ইদ্রিসা ঘানা গুইয়ের ট্যাকলে পা গিয়ে পড়ে এমবাপ্পের পায়ের ওপর। সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন ফরাসি তারকা। 

তবে এমবাপ্পের ‍ইনজুরির মাত্রাটা কতটা মারাত্মক সেটা এখনও জানা যায়নি। ফলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাকে একাদশে পাওয়া নিয়ে অনিশ্চিয়তায় পড়েছে পিএসজি।

ওই চোটের পর থেকে পিএসজির মেডিকেল সদস্যদের পর্যবেক্ষণে আছেন এমবাপ্পে। করা হয়েছে বেশ কিছু পরীক্ষাও। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তার থাকার সম্ভাবনাই বেশি, চূড়ান্ত সিদ্ধান্ত জানতে অপেক্ষা করত হবে ম্যাচের স্কোয়াড ঘোষণা পর্যন্ত।

এদিকে এমবাপ্পে ও গুয়ের অনুশীলনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে পিএসজি। এরপর থেকে বর্ণবাদী আক্রমণের স্বীকার হতে থাকেন সেনেগালের ফুটবলার গুয়ে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্যের জায়গা সীমিত করে দেন তিনি।
 
উল্লেখ্য, চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে নিজেদের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে ১-০ গোলে জিতেছিল পিএসজি। সেই ম্যাচে নাটকীয়তার পর শেষ মূহুর্তের গোলে পিএসজির জয়ের নায়ক ছিলেন এই এমবাপ্পেই। দ্বিতীয় লেগে তাই ড্র করলেও কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে পিএসজি। অন্যদিকে রিয়াল চাইবে ম্যাচে ঘুরে দাঁড়াতে। 

Link copied!