• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

রিয়াল মাদ্রিদের অনুরোধ ফিরিয়ে দিল ব্রাজিল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২২, ০৩:৫৫ পিএম
রিয়াল মাদ্রিদের অনুরোধ ফিরিয়ে দিল ব্রাজিল

কোভিড-১৯ এর সংক্রমণের কারণে বাধ্য হয়ে অনেক ম্যাচই স্থগিত করতে হয়েছিল ফিফাকে। তাই সামনের আন্তর্জাতিক বিরতিতে লাতিন আমেরিকার দলগুলো বিশ্বকাপের বাছাইয়ে খেলবে। আর বিভিন্ন সময়ে স্থগিত হওয়া ম্যাচগুলো আয়োজনের জন্য এই বছর অতিরিক্ত সময় যুক্ত করেছে ফিফা।

এদিকে ক্লাবের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিল জাতীয় দলের কয়েকজন খেলোয়াড়কে ছেড়ে দিতে ব্রাজিলকে অনুরোধ করেছিল রিয়াল মাদ্রিদ ক্লাব কতৃপক্ষ। তাতে সরাসরি নেতিবাচক উত্তর এসেছে লাতিন আমেরিকার দলটি থেকে।

আজ বৃহস্পতিবার ইকুয়েডরের বিপক্ষে খেলার পর ১ ফেব্রুয়ারি প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। আর রিয়াল মাদ্রিদ আগামী ৩ ফেব্রুয়ারি কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে খেলবে আথলেটিক বিলবাওর বিপক্ষে।

ব্রাজিল দলে ডাক পেয়েছেন রিয়ালের কাসেমিরো, মিলিতাও, রদ্রিগো ও ভিনিসিয়াস জুনিয়র। কোপা দেল রের ম্যাচটি খেলার জন্য এই চার জনকে ২ তারিখের আগে ব্রাজিল ক্যাম্প থেকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছিল মাদ্রিদ।

তবে ব্রাজিলের তরফ থেকে বলা হয়, রিয়াল মাদ্রিদকে এই সুযোগ দিলে সব ক্লাবই এই সুবিধা চাইবে। সুতরাং খেলোয়াড়দের ছাড়ার কোনো সুযোগ নেই।
 

খেলা বিভাগের আরো খবর

Link copied!