সময়টা ভালো যাচ্ছে না স্প্যানিশ ক্লাব বার্সেলোনার। লিগে শেষ পাঁচ ম্যাচের তিনটিতেই ড্র করেছে তারা। শেষ ম্যাচে গ্রানাডার বিপক্ষেও ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে কাতালুনিয়ান ক্লাবটিকে।
স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে আগামী বুধবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। তার আগেই দলের জন্য দুঃসংবাদ হয়ে এলো ডিফেন্ডার এরিক গার্সিয়ার চোট।
গ্রানাডার মাঠে গত শনিবার রাতে লা লিগায় ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের দ্বিতীয়ার্ধে চোট পান গার্সিয়া। তার বদলি হিসেবে নামেন লংলে।
গতকাল রোববার শারীরিক পরীক্ষায় জানা যায়, গুরুতর চোটে পড়েছেন গার্সিয়া। খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে।
ম্যানচেস্টার সিটির খেলোয়াড় গার্সিয়া ২০২০-২১ মৌসুমে দলটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে ফ্রি এজেন্ট হিসেবে বার্সেলোনায় যোগ দেন। চলতি মৌসুমে দলটির হয়ে তিনি ২০ ম্যাচ খেলেছেন।