• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

রিয়াদের বিদায়ের পর বাংলাদেশের সেঞ্চুরি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২০, ২০২২, ০৪:২২ পিএম
রিয়াদের বিদায়ের পর বাংলাদেশের সেঞ্চুরি
ছবি সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে প্রথমবার সিরিজ জয়ের লক্ষ্যে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। কিন্তু দলীয় চল্লিশের আগেই স্বাগতিকদের পেস বোলারদের আগুন ঝরা বোলিংয়ে খাবি খাচ্ছিলেন বাংলাদেশের ব্যাটাররা। সেখান থেকে ষষ্ঠ উইকেট জুটিতে প্রাথমিক চাপ সামলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুবর জুটি। কিন্তু দলীয় সেঞ্চুরি ছাড়ানোর আগেই বিদায় নেন রিয়াদও। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ৬ উইকেটে ১১০ রান। শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করতে থাকা আফিফ ৪১ ও মেহেদি হাসান মিরাজ ৬ রানে অপরাজিত রয়েছেন।

পাওয়ার প্লের দশ ওভারে প্যাভিলিয়নের পথ ধরেছিলেন প্রথম তিন ব্যাটার তামিম ইকবাল (১), সাকিব আল হাসান (০) ও লিটন দাস (১৫)। পরে বেশিক্ষণ থাকতে পারেননি মিডলঅর্ডারের দুই ব্যাটার ইয়াসির আলি রাব্বি (২) এবং মুশফিকুর রহিমও (১১)। সেখান থেকে ষষ্ঠ উইকেট জুটিতে ৬০ রান যোগ করেছেন আফিফ ও রিয়াদ। কিন্তু রিয়াদ ২৫ রান করে শামসির বলে বিদায় নিলে ভাঙ্গে এই জুটি। 
 
দক্ষিণ আফ্রিকার পক্ষে রাবাদা নেন ৩টি উইকেট। এছাড়া এনগিদি, পারনেল ও শামসি নেন ১টি করে উইকেট।

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। 

খেলা বিভাগের আরো খবর

Link copied!