আফগানিস্তানকে ২১৫ রানে আটকে দিয়ে জয়ের স্বপ্ন দেখছিল টাইগাররা। কিন্তু রান তাড়ায় নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। এক ফজল হক ফারুকির বল সামলাতে হিমশিম খেয়েছে তারা। টপ অর্ডারের ৪ ব্যাটার ফিরে গেছেন দলীয় ১৮ রানের মধ্যেই। এরপর বিদায় নিয়েছে সাকিবও।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ২১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টপ অর্ডারের ৫ ব্যাটার ফিরে গেছেন দলীয় ২৮ রানের মধ্যেই।
একে একে বিদায় নিয়েছে লিটন, তামিম, মুশফিক , অভিষিক্ত ইয়াসির আলী ও সাকিব আল হাসান।
ফজল হক ফারুকি নিয়েছেন ৪ উইকেট ও মুজিব উর রহমান নেন একটি উইকেট।
বিস্তারিত আসছে...