• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ৩ রজব ১৪৪৬

রাতে মাঠে নামছে মেসিহীন বার্সোলোনা 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১, ০৯:৫৪ পিএম
রাতে মাঠে নামছে মেসিহীন বার্সোলোনা 

১৭ মৌসুম পর মেসিকে ছাড়াই লা লিগার শিরোপা পুনরুদ্ধারে মাঠে নামছে বার্সোলোনা। মৌসুমের প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে আতিথ্য দেবে কাতালান ক্লাবটি। সোমবার (১৬ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১২টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। 

এ ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যর দল ঘোষণা করেছে বার্সোলোনা।

দলে আছেন সার্জিনিও ডেস্ট, জেরার্ড পিকে, রোনাল্ড আরাওহো, সার্জিও বুসকেটস, রিকি পুজ, অ্যান্টনিও গ্রিজম্যান, মেমফিস ডেপাই, কার্লোস ব্রাথওয়েট, নেটো, মানাজ, জর্দি আলবা, সার্জিও রবার্তো, ফ্র্যাংকি ডি জং, এমারসন রয়্যাল, এরিক গার্সিয়া, ইনাকি পেনা, ইউসুফ ডেমির, ক্লেমেন্ট লংলে, পেড্রি গঞ্জালেজ, নিকো গঞ্জালেজ, গাভী, বালদে ও আর্নাও তেনাস। 

রিয়াল সোসিয়েদাদ ও বার্সা মুখোমুখি হয়েছে ৩১ বার। তার মধ্যে বার্সার জয় ২১ ম্যাচে, সোসিয়েদাদ জিতেছে ৫ ম্যাচে ও বাকি ৫ ম্যাচ হয়েছে ড্র। সর্বশেষ পাঁচ ম্যাচে কোন ম্যাচেই হারেনি বার্সা। তিন ম্যাচ জিতলেও দুই ম্যাচে ড্র করেছে কাতালানরা। 

Link copied!