• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

‘রহস্যজনক’ কারণে দুই ম্যাচ নিষিদ্ধ জেসন রয়


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ২৩, ২০২২, ০১:১১ পিএম
‘রহস্যজনক’ কারণে দুই ম্যাচ নিষিদ্ধ জেসন রয়
জেসন রয়

মঙ্গলবার (২২ মার্চ) জেসন রয়কে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি দুই ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। পাশাপাশি তাকে ২ হাজার ৫০০ পাউন্ড জরিমানা করা হয়েছে। গত কাল বোর্ডের এই বিবৃতি উত্তরের চেয়ে প্রশ্ন তুলেছে বেশি।

ক্রিকেট ডিসিপ্লিন কমিশন (সিডিসি) জেসনকে তার ‘রহস্যজনক অসদাচরণ’-এর শাস্তি হিসেবে ম্যাচ থেকে নিষিদ্ধ ও আর্থিক জরিমানা করে। সিডিসি ইংল্যান্ড এবং ওয়েলসের পেশাদার ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের শাস্তিমূলক মামলার শুনানি করে। যদিও বোর্ডের পক্ষ থেকে বলা হয়নি জেসন কী অপরাধ করেছেন। 

বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, জেসন তার অপরাধ স্বীকার করেছেন। ক্রিকেট, ইসিবি এবং নিজের জন্য অসম্মান বয়ে আনতে পারে—এমন কাণ্ড ঘটানোর বিষয়টি রয় স্বীকার করে নেওয়ায় তাকে ইসিবির ৩.৩ ধারায় শাস্তি দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, রয়ের ভালো আচরণের ওপর নির্ভর করে আগামী ১২ মাস তার সাজা স্থগিত থাকবে। তবে এ মাসের (মার্চ) ৩১ তারিখের মধ্যে তাকে জরিমানার অর্থ প্রদান করতে হবে।

Link copied!