• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

যুব বিশ্বকাপের ৪ আফগান সদস্য লন্ডনে আশ্রয় চান


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২২, ০৮:৫১ পিএম
যুব বিশ্বকাপের ৪ আফগান সদস্য লন্ডনে আশ্রয় চান
ছবি সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজে সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশগ্রহণকারী আফগানিস্তানের যুব দলের চারজন সদস্য যুক্তরাজ্যেই থেকে গেছেন এবং তাদের অন্যান্য সতীর্থদের সাথে আফগানিস্তানে ফিরে আসেননি। এর মধ্যে একজন খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফের তিনজন সদস্য রয়েছে। তারা লন্ডনে রয়েছে বলে জানা গেছে এবং তাদের ট্রানজিট ভিসার মেয়াদ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) শেষ হয়েছে৷

মেয়াদ শেষ হওয়ার আগেই ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছে ওই চারজন। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এদিকে, আফগানিস্তান দল বিশ্বকাপে বেশ দুর্দান্ত খেলেছে এবং চতুর্থ স্থানে তাদের অভিযান শেষ করেছে।

২০২০ সালে তাদের অবস্থান ছিল সপ্তম। গত আসরের তুলনায় এবার পারফরম্যান্সে তারা বেশ এগিয়েছে। এমনকি সেমি ফাইনালের লড়াইয়ে আফগানরা ইংল্যান্ডকে প্রায় পরাজিতই করেছিল। কিন্তু বৃষ্টির কারণে ১৫ রানে হেরে টুর্নামেন্ট শেষ করে।

Link copied!