গত মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন্স ম্যানচেস্টার সিটি ঘরের মাঠে আর্সেনালকে ৫-০ গোলে হারিয়েছে। সিটির হয়ে জোড়া গোল করেন ফেরান তোরেস। এছাড়া ইলকায় গুন্ডোয়ান, গ্যাব্রিয়েল জেজুস ও রদ্রি করেন একটি করে গোল। দশম দল হিসেবে ঘরের মাঠে মৌসুমের প্রথম দুই ম্যাচে ১০ গোল করে প্রিমিয়ার লিগে রেকর্ড করেন সিটি।
ম্যাচের শুরু থেকে বল দখলে নিয়ে আক্রমণ সাজাতে থাকে পেপ গার্দিওয়ালার দল। ম্যাচের ৭ মিনিটেই জার্মান মিডফিল্ডার ইলকার গুন্ডোয়ানের গোলে এগিয়ে ম্যান সিটি। দ্বিতীয় গোল পেতে অবশ্য দেরি হয়নি সিটির। প্রথম গোলের ৫ মিনিট পরেই দলকে এগিয়ে নেন ফেরান তোরেস।
ম্যাচের ৩৫ মিনিটে ক্যানসেলোকে ফাউল করে লাল কার্ড পান আর্সেনালের গ্রানিদ শাকা। বিরতির আগে ৪৩ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস গোল করে ৩-০ তে এগিয়ে নেন দলকে।
১০ জনের দল নিয়ে আর পেরে উঠতে পারেনি মিকেল আরতেতার দল। ম্যাচের ৫৩ মিনিটে গোল করেন স্পেনের মিডফিল্ডার রদ্রি।
ম্যাচের বাকি সময়েও আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ম্যান সিটি। ম্যাচের ৮৪ মিনিটে রিয়াদ মাহরেজের অ্যাসিস্টে গোল করেন স্পেনের ফরোয়ার্ড ফেরান তোরেস।
লিগের ইতিহাসে সর্বোচ্চ টানা ৯ ম্যাচ সিটির কাছে হারল আর্সেনাল।
তিন ম্যাচে দুই জয়ের মাধ্যমে লিগ টেবিলের শীর্ষে উঠে এলো ম্যান সিটি। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে ওয়েস্ট হাম।