• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ম্যাচ হেরে বোলারদের দুষলেন মুশফিক


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২২, ০৯:৫৯ এএম
ম্যাচ হেরে বোলারদের দুষলেন মুশফিক

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ছিল এলিমিনেটর রাউন্ড। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে পরাজিত হয় খুলনা টাইগার্স। চট্টগ্রাম ফাইনালে ওঠার আরেকটা সুযোগ পেলেও খুলনা বাদ হয়ে গেল টুর্নামেন্ট থেকে। ম্যাচ হেরে বোলারদের ব্যর্থতাকে দায়ী করলেন দলটির অধিনায়ক মুশফিকুর রহিম।

খুলনা ও চট্টগ্রামের ম্যাচ বেশ জমে উঠেছিল। খুলনা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেও শেষ পর্যন্ত ম্যাচ হারে মাত্র ৭ রানে। ম্যাচ পরাজয়ের পেছনে বোলারদের দায় দেখছেন মুশফিক। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন জাতীয় দলের এই তারকা।

মুশফিক বলেন, “আমাদের মূল সমস্যা বোলিংয়ে। টপ চার ব্যাটার আউট হওয়ার পর সেখান থেকে যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে শেষ ১০ ওভারে ১৩০ রানের মতো দেওয়া, আসলে এটা প্রত্যাশিত নয়। চট্টগ্রামকে অনেক বেশি রান দিয়ে ফেলেছি। এখানেই আমরা পিছিয়ে গেছি। আমার মনে হয়, আমি বোলারদের পরিকল্পনা বুঝিয়ে দিতে পারিনি এবং তারা মাঠে সেটা বাস্তবায়ন করতে পারেনি।”

খেলা বিভাগের আরো খবর

Link copied!