সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্ব থেকেই ফিক্সিং নিয়ে আলাপ শুরু হয়। বিতর্ক উস্কে দেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নেতৃত্ব হারানো মেহেদি হাসান মিরাজ। তিনি নাম প্রকাশ না করে ফিক্সিংয়ের অভিযোগ তোলেন।
একটি গণমাধ্যম থেকে বলা হয়, মোসাদ্দেক হোসেন সৈকত তিনটি টুর্নামেন্টে ফিক্সিংয়ে জড়িত ছিলেন। অভিযোগে বলা হয়, সৈকত আবুধাবি টি-টেন, বিসিএলের ওয়ানডে ফরম্যাটের আসর ও এবারের বিপিএলে ফিক্সিংয়ে জড়িত। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নাজমুল হাসান জানান, এই ব্যাপারে কোনো টুর্নামেন্ট থেকেই তাদের কাছে আনুষ্ঠানিক কোনো অভিযোগ জানানো হয়নি।
এবারের অষ্টম আসরের শুরুতে সিলেট চ্যালেঞ্জার্সের অধিনায়ক ছিলেন তরুণ মোসাদ্দেক। পরে দলটি রবি বোপারার হাতে নেতৃত্ব তুলে দেয়।
গত কাল শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিপিএলের ফাইনাল ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি প্রধান। ফিক্সিংয়ের অভিযোগ বিষয়ে তিনি বলেন, "অভিযোগ পেলে তদন্ত হবে। তার আগে তো কিছু বলা যাবে না। তার অভিযুক্ত হওয়ার তথ্য নেই। কোথাও থেকে আমাদের কাছে কোনো অভিযোগ আসে নাই। সুতরাং যে বিষয়ে তথ্য নেই সে বিষয়টি আমাদের দেখারও নেই।"