• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬
বিশ্বকাপ বাছাইপর্ব

মেসি ফিরলেন আর্জেন্টিনা দলে, নেই দিবালা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৯, ২০২২, ০৩:৩১ পিএম
মেসি ফিরলেন আর্জেন্টিনা দলে, নেই দিবালা
ফাইল ছবি

আগামী অক্টোবর-নভেম্বরে কাতারে অনুষ্ঠিত হবে এবারের ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে বাছাই পর্বের দুই ম্যাচে লিওনেল মেসিকে দলে রেখেই ৩৩ জনের স্কোয়াড ঘোষণা করেছে কোচ লিওনেল স্কালোনি। তবে জুভেন্টাসের তারকা ফরোয়ার্ড পাওলো দিবালা নেই এই দলে।

গত ফেব্রুয়ারিতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বিশ্রামে ছিলেন মেসি। করোনার ধকল কাটিয়ে উঠতে না পারায় ছুটিতে ছিলেন সাতবারের ব্যালন ডি'অর জয়ী তারকা। তবে এবার তিনি খেলবেন জাতীয় দলের জার্সিতে। জায়গা ধরে রেখেছেন ব্রাইটনের অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আর প্রথমবারের মতো ডাক পেয়েছেন লুকাস বুয়ে।

এদিকে দলে একপ্রকার চমক হিসেবে জায়গা পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড যুব দলের ১৭ বছরের তরুণ আলেহান্দ্রো গারেঞ্চো। তবে  নিষেধাজ্ঞার কারণে এমিলিয়ানো মার্টিনেজ, জিও লো সেলসো, ক্রিশ্চিয়ানো রোমেরো এবং এমিলিয়ানো বুন্দেয়া খেলতে পারছেন না এই দুই ম্যাচে। 

আগামী ২৫ মার্চ ঘরের মাটিতে ভেনেজুয়েলাকে আতিথেয়তা দেবে আর্জেন্টিনা। এরপর ৩০ মার্চ ইকুয়েডরের মাঠে খেলবে বাছাই পর্বের শেষ ম্যাচ। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষে থাকা ব্রাজিলের চেয়ে চার পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে আলবিসেলেস্তেরা।

 

আর্জেন্টিনা দলের ৩৩ জনের স্কোয়াড:

গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, জেরোনিমো রুলি ও হুয়ান মুস্সো।

ডিফেন্ডার: নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেস, নিকোলাস তাগলিয়াফিকো, গনসালো মনতিয়েল, হুয়ান ফয়েত, নাউয়েল মোলিনা, হেরমান পেস্সেইয়া ও লুকাস মার্তিনেস কুয়ার্তা।

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেস, লুকা রোমেরা, ফ্রাঙ্কো কারবোনি, রদ্রিগো দে পল, এসেকিয়েল পালাসিওস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, ভালেন্তিন কারবোনি, আলেহান্দ্রো গারেঞ্চা, নিকোলাস পাস, তিয়াগো জেরালনিক ও মানুয়েল লানসিনি।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেস, লুকাস বোয়ে, হুলিয়ান আলভারেস, আনহেল কোররেয়া, মাতিয়াস সুলে, লুকাস ওকাম্পোস, নিকোলাস গনসালেস ও হোয়াকিন কোররেয়া।

খেলা বিভাগের আরো খবর

Link copied!