শনিবার রাতে ঘরের মাঠে সাঁত এতিয়েনকে ঘরের মাঠে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি। সপ্তম মিনিটে ম্যাচের প্রথম সুযোগ পায় স্বাগতিকরা। কিন্তু সুবর্ণ সুযোগও কাজে লাগাতে পারেনি তারা। ম্যাচের ১২ মিনিটে পাল্টা আক্রমণ করে এতিয়েন।
ম্যাচের ১৬ মিনিটে এতিয়েনকে এগিয়ে দেন ডেনিস বোয়াঙ্গা। ডি-বক্সের বাইরে পিএসসির পেরেইরা বলের নিয়ন্ত্রণ হারালে পেয়ে যান বোয়াঙ্গা।
বিরতির আগে ম্যাচের ৪২ মিনিটে সমতায় ফেরে পিএসজি। লিওনেল মেসির পাসে ডি-বক্সে বল পেয়ে দারুণ দক্ষতায় গোল করেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।
দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেও আবার মেসির পাসে গোল পান এমবাপে। এর পাঁচ মিনিট পর আবার ব্যবধান বাড়ায় পিএসজি। এবার অ্যাসিস্ট করেন এমবাপে। তার দারুণ ক্রসে হেডে ব্যবধান বাড়ান পেরেইরা।
ম্যাচের বাকি সময় গোল না হলেও আধিপত্য ধরে রাখে পিএসজি। নেইমার ও আনহেল ডি মারিয়ার দুটি দুর্দান্ত শট ঠেকিয়ে দেয় এতিয়েনের গোলরক্ষক।
লিগে ২৬ ম্যাচে ১৯ জয় ও ৫ ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে পিএসজি। ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নিস।