• ঢাকা
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩০, ১৩ রমজান ১৪৪৬

মেসির সহায়তা চায় মিশরের ক্লাব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৬:২৬ পিএম
মেসির সহায়তা চায় মিশরের ক্লাব

পেপ গার্দিওয়ালার যুগে লিওনেল মেসি ও দানি আলভেসের অসাধারণ জুটির রসায়ন ফুটবল প্রেমীদের চোখে এখনো লেগে আছে। ফারকো নামে মিশরীয় ফুটবল ক্লাব মেসিকে পাওয়ার আগ্রহ দেখিয়েছে। 

ফারকো নামে মিশরীয় ক্লাব তাদের দেশীয় লিগের প্রথম স্তরে খেলায় স্থান পেয়েছে। তারা মেসি ও দানি আলভেজ এ দুই দক্ষিণ আমেরিকানকে একসাথে দেখার অপেক্ষায় আছে ।

এ বিষয়ে ক্লাবের মালিক শ্রেরেন হেলমি বলেন, সাও পাওলো থেকে দানি আলভেজকে দলে নিতে চাচ্ছি। তার অভিজ্ঞতা আমাদের সাহায্য করবে। আমি তার সঙ্গে সাক্ষাতের সময় তিনি (আলভেস) বলেছেন যে তিনি ব্রাজিলেই খেলতে চান। কিন্তু আমার মনে হয়েছে আমি উনাকে এখানে নিয়ে আসতে পারবো “
  
মেসির বিষয়ে শ্রেরেন বলেন, “আমরা আলোচনা করছি। আমরা মেসিকে আমাদের খেলোয়াড় হিসেবে নয়, ওনার সাথে আমাদের সম্পর্ক উন্নত করতে চাই যাতে উনি হেপাটাইটিস সি টিকার প্রচারণায় আমাদের সাহায্য করে।” 

Link copied!