মেসির সঙ্গে নতুন চুক্তি নিয়ে আশাবাদী লাপোর্তা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২১, ০২:৩৪ পিএম
মেসির সঙ্গে নতুন চুক্তি নিয়ে আশাবাদী লাপোর্তা

লা লিগা জায়ান্ট বার্সেলোনা ক্লাবের সর্বকালের সেরা খেলোয়াড়কে দলে রাখার প্রক্রিয়া ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছে ক্লাব সভাপতি। ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা আশা করছেন দ্রুতই লিওনেল মেসির সঙ্গে ক্লাবের নতুন চুক্তি হবে।  

লা লিগার পক্ষ থেকে জানানো হয়েছে মেসিকে দলে রাখতে চাইলে অবশ্যই বেতন কমাতে হবে। গত ৩০ জুন অবশ্য মেসি ফ্রি এজেন্ট হয়ে গেছেন। বার্সার চাওয়া ৬ বারের ব্যালন ডি’অর জয়ী এ ক্ষুদে জাদুকরকে যে করেই হোক দলে রাখা। 

এরইমধ্যে মেসি দেশের হয়ে বহুল আকাঙ্ক্ষিত ট্রফি জয় করেছেন। উচ্ছ্বসিত লাপোর্তা বলেন, “মেসির কোপা আমেরিকা জেতায় কাতালানবাসী, বার্সেলোনা ও সারা বিশ্বের সবাই খুশী। এটা খুবই আনন্দের বিষয় যে সর্বকালের সেরা খেলোয়াড় এখনো শিরোপা জেতার জন্য মুখিয়ে আছে এবং আমাদের খুশির কান্নায় ভাসাচ্ছেন।”  

লাপোর্তা আরও বলেন, “মেসি খুবই খুশি, আমরাও খুশি। আমি খুশি কারণ মেসি তার সতীর্থদের সাথে কোপার শিরোপা ঘরে তুলেছে। সার্জিও এগুয়েরোর জন্যও আমি খুশি কারণ তার দেশ আবারও শিরোপা জিতেছে।”

মেসির নতুন চুক্তি নিয়ে আশাবাদী সভাপতি বলেন, “কোনো কিছুই অসম্ভব নয়। আলোচনা খুব ভালো ভাবে এগোচ্ছে।”

এদিকে বার্সার হয়ে গত মৌসুমে মেসি ৩০ গোলের পাশাপাশি ৯টি অ্যাসিস্ট করেন। 

Link copied!