• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

মেসির ফেরার ম্যাচে পিএসজির বড় জয়


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২, ১২:৩৬ পিএম
মেসির ফেরার ম্যাচে পিএসজির বড় জয়

প্যারিসে নিজেদের মাঠে রোববার (২৩ জানুয়ারি) রাতে লিগ ওয়ানের ম্যাচে স্টেড রেইমসের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে পিএসজি। এই ম্যাচে দলের হয়ে প্রথম গোলের দেখা পান রিয়াল মাদ্রিদ থেকে পিএসজিতে যোগ দেওয়া সার্জিও রামোস। 

শুরু থেকে বল দখলে রেখে আধিপত্য বজায় রাখে পিএসজি। বিরতির ঠিক আগে ম্যাচের ৪৪ মিনিটে এম ভেরাত্তির গোলে এগিয়ে যায় ফরাসি ক্লাবটি। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রামোস। ফরাসি ক্লাবে যোগ দেওয়ার পর এটাই রামোসের প্রথম গোল। 

দুই গোলের পর আনহেল ডি মারিয়ার জায়গায় লিওনেল মেসিকে মাঠে নামান পিএসজি কোচ। করোনায় আক্রান্ত হয়ে এক মাসের বেশি মাঠের বাইরে ছিলেন এই আর্জেন্টাইন তারকা। মাঠে বেশ প্রাণবন্ত ছিলেন মেসি। কর্নারে তিনি বল বাড়ান ভেরাত্তিকে। তার শট প্রতিপক্ষ ডাব্লিউ ফেসের গায়ে লেগে জালে জড়ায়। 

ম্যাচের ৭৫ মিনিটে ৪-০ ব্যবধান করেন ডি পেরেইরা। ম্যাচে আর কোনো গোল না হলে ৪-০ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে পিএসজি।

২২ ম্যাচে ১৬ জয় ও পাঁচ ড্রয়ে পিএসজি লিগে শীর্ষ স্থান ধরে রেখেছে। তাদের পয়েন্ট ৫৩।

Link copied!