বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ তথা বিশ্বে ছড়িয়ে রয়েছে তার অগণিত ভক্ত। নিজে ক্রিকেটার হলেও ফুটবলে রয়েছে সাকিবের বিশেষ টান। নিজে যেমন সেরা তেমনি তার প্রিয় ফুটবলারও সর্বকালের সেরাদের একজন। ফুটবলে তিনি ৬ বারের ব্যালন ডি'অর জয়ী তারকা লিওনেল মেসির ভক্ত। সম্প্রতি শৈশবের ক্লাব স্প্যানিশ জায়ান্ট বার্সোলোনার সঙ্গে ২২ বছরের সম্পর্ক ছিন্ন করে দুই বছরের চুক্তিতে এসেছেন পিএসজিতে। তার এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন সাকিব?
রোববার (২৯ আগস্ট) রাতে ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশের লাইভ অনুষ্ঠানে এ প্রশ্নের জবাব দিলেন সাকিব।
সাকিবের মতে মেসির সিদ্ধান্ত পারফেক্ট ছিল। বলেন, ‘ওর (মেসি) মতো খেলোয়াড়কে নিয়ে মন্তব্য করার মানে হয় না। তারপরও আমি বলবো ওর জন্য পারফেক্ট সিদ্ধান্ত ছিল। ওর ক্যারিয়ারের জন্য, ওর ক্যারিয়ার যে অবস্থায় আছে হয়তো একটা চ্যাম্পিয়ন্স লিগ জিততে চায়। ওটা হয়তো বার্সালোনার হয়ে জিততে পারবে বলে মনে করেনি। হয়তো সে চিন্তা করেছে পিএসজির হয়ে জিতবে। এই জন্য হয়তো দলটাকে পছন্দ করেছে।’
১ সেপ্টম্বর থেকে শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। অনভিজ্ঞ দল হলেও ম্যাচ জিততে চাইলে বাংলাদেশকে দারুণ ক্রিকেট খেলতে হবে জানিয়ে সাকিব বলেন, ‘আমি ভবিষ্যদ্বাণী করতে পারবো না। জিততে হলে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। যদিও নিউজিল্যান্ড দলটা বেশি অভিজ্ঞ না, তারপরও তারা অনেক ভালো দল। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করেছে ওরাই এই দলে আছে। ওদের সঙ্গে জিততে গেলে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। সবাই যেভাবে বলছে খুব সহজেই জিতে যাবো। আসলে খেলাটা অতোটা সহজ নয়।’
যে দলই আসুক না কেন বাংলাদেশ তাদের সম্মান করে জানিয়ে সাকিব বলেন, ‘আমার মনে হয় একমাত্র বাংলাদেশের মানুষ ও বাংলাদেশের মিডিয়া এই ধরনের চিন্তাগুলো করে থাকে। যে বি দল, সি কিংবা অন্য দল। আসছে আসলে নিউজিল্যান্ড জাতীয় দল। আমাদেরকে ওইভাবেই তাঁদের রেসপেক্ট করা উচিত। ওইভাবেই প্রতিদ্বন্দ্বিতা করা উচিত। এর বাইরে আসলে আমি আর কিছু চিন্তা করছি না। যারা চিন্তা করছে তাঁদের চিন্তা-ভাবনা পরিবর্তন করা জরুরি।’
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর। সিরিজের বাকি ম্যাচগুলো হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। পাঁচ ম্যাচের সব কটি হবে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।