করোনাভাইরাসের সংক্রমণে বিশ্বজুড়ে চলছে আতঙ্ক। বিশ্বে আক্রান্তের পরিমাণ হু হু করে বাড়ছে। পেশাদার খেলোয়াড়রা পর্যন্ত যথাযথ নিরাপত্তা মেনে নিজেদের রক্ষা করতে পারছেন না। আর্জেন্টিনায় গিয়ে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন আর্জেন্টাইন দলের সেরা তারকা লিওনেল মেসি।
আশার কথা হলো ভাইরাসটি থেকে সেরেও উঠেছেন এই পিএসজি তারকা। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এক বিবৃতিতে মেসির পরীক্ষার ফল নেগেটিভ আসার বিষয়টি নিশ্চিত করেছে প্যারিসের ক্লাব পিএসজি। এরই মধ্যে মেসি প্যারিসে ফিরেছেন এবং শিগগিরই ক্লাবের অনুশীলনে যোগ দেবেন।
শুধু মেসিই নন, আরও তিন পিএসজি খেলোয়াড় এই ভাইরাসে আক্রান্ত হন। অন্য তিন খেলোয়াড় হলেন মিডফিল্ডার নাতোঁ, ডিফেন্ডার হুয়ান বের্নাত ও গোলরক্ষক সার্জিও রিকো।
পিএসজির আরেক তারকা নেইমার জুনিয়রের অনুপস্থিতিতে মেসির ফেরাটা দলের জন্য সুখবর। লিগ ওয়ানে আগামী রোববার স্বাগতিক লিওঁর মুখোমুখি হবে পিএসজি।