• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

মুজিব শতবর্ষের কনসার্ট মিরপুর স্টেডিয়ামে, গাইবেন এ আর রহমান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১২, ২০২২, ০৩:০৩ পিএম
মুজিব শতবর্ষের কনসার্ট মিরপুর স্টেডিয়ামে, গাইবেন এ আর রহমান
ছবি সংগৃহীত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত বছরের মার্চে বেশ বড় পরিসরে মুজিববর্ষ কনসার্ট আয়োজনের কথা বলেছিল। কিন্তু করোনা মহামারির কারণে সেই অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হয় বিসিবি। এখন করোনার প্রকোপ কমে যাওয়ার কারণে বিসিবি চলতি মাসের শেষ সপ্তাহে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফের সেই কনসার্ট করার সিদ্ধান্ত নিয়েছে। কনসার্টে ভারতের প্রখ্যাত সুরকার এ আর রহমানের থাকার কথা রয়েছে।

শনিবার (১১ মার্চ) বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘‘করোনার কারণে মুজিববর্ষের অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছিল। ভারতের প্রখ্যাত সুরকার এর আর রহমান এ উপলক্ষে একটি থিম সং তৈরি করেছিলেন। সেই অনুষ্ঠানটিই আমরা ফের আয়োজন করতে যাচ্ছি।’

টিটু আরও বলেন, ‘‘আমরা ১৭ মার্চ করার কথা ভেবেছিলাম। তবে এটি খুব সম্ভবত ২৯ মার্চ হতে পারে। এটা এখনো চূড়ান্ত নয়, আমাদের আলোচনা চলছে। সেখানে এ আর রহমান তো থাকবেনই। কারণ, কনসার্টটা তারই থিমে হবে।’

মার্চের ১৫ তারিখ থেকে মাঠে গড়াবে চলতি বছরের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খেলা। মিরপুর স্টেডিয়ামের সঙ্গে সাভারের বিকেএসপিতে খেলাগুলো হবার কথা। তাই কনসার্ট হলে ডিপিএলের কিছু ম্যাচ মিরপুর থেকে সরে রাজধানীর মোহাম্মদপুরে ইউল্যাব মাঠে হবে।

এই বিষয়ে বিসিবির মিডিয়া প্রধান বলেন, ‘যেহেতু মার্চের শেষ দিকে অনুষ্ঠান মিরপুর স্টেডিয়ামে। তার জন্য আয়োজনের একটা ব্যাপার আছে। আমরা তাই সেই সময়ের ম্যাচগুলো ইউল্যাব মাঠে করার চিন্তা করেছি। সবকিছু নিয়ে আমরা একটা বৈঠক করছি। খুব দ্রুতই তা জানিয়ে দেওয়া হবে।’

Link copied!