• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

মিঠুনের ব্যাটে চড়ে সিলেটের সংগ্রহ ১৪২


মাসুম আব্দুল্লাহ
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২২, ০২:৩১ পিএম
মিঠুনের ব্যাটে চড়ে সিলেটের সংগ্রহ ১৪২

বিপিএলের অষ্টম আসরে ১৭তম ম্যাচে খুলনার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে মোহাম্মদ মিঠুনের ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪২ রান করেছে সিলেট সানরাইজার্স।

 
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামে মোসাদ্দেক হোসেন সৈকতের নেতৃত্বাধীন সিলেট। দলীয় ৩৪ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। এরপর সৈকত-মিঠুন জুটি দলের বিপর্যয়ে হাল ধরেন। তাদের ৬৮ রানের জুটি দলকে শুধু বিপদ থেকে রক্ষা করেনি, চ্যালেঞ্জিং স্কোরের ইঙ্গিত দেয়।  

এ দুজনের জুটিতে ৮.২ ওভারে ৬৮ রান পায় সিলেট। দলকে একশ রান পার করিয়ে ১০২ রানের মাথায় আউট হন ৩০ বলে ৩৪ রান করা সৈকত। তবে থেমে যাননি মিঠুন। থিসারা পেরেরার এক ওভারে হাঁকান জোড়া ছক্কা, কামরুল রাব্বির ওভারে মারেন তিনটি চার।

ক্যারিয়ারের ১৫তম ফিফটি করতে ৪১ বল খেলেন মিঠুন। যেখানে ছিল তিনটি করে চার ও ছয়ের মার। পঞ্চাশ করার পর খোলা তরবারি হয়ে যায় মিঠুনের ব্যাট। যেখানে ৯ বলেই হাঁকান তিন চার ও এক ছক্কা। সবমিলিয়ে ৫১ বলে ৬ চার ও ৪ ছয়ের ৭২ রান করে আউট হন তিনি।


দলের ইনিংসের একদম শেষ বলে প্রথম স্ট্রাইক পেয়েই ছক্কা হাঁকান নাদিফ চৌধুরী। যার সুবাদে ১৪০ পেরোয় সিলেটের সংগ্রহ।

খুলনার পক্ষে বল হাতে ৪ ওভারে মাত্র ২০ রান খরচায় ২ উইকেট নেন খালেদ। এছাড়া কামরুল রাব্বি, নাবিল সামাদ ও সৌম্য সরকারের শিকার ১টি করে উইকেট।

খেলা বিভাগের আরো খবর

Link copied!