ইউক্রেনের ওপর রাশিয়ার সামরিক আগ্রাসনের জন্য ফুটবল খেলা ছেড়ে যুদ্ধে নামতে চান স্পেনের লিগে খেলা ইউক্রেনের এক ফুটবলার। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিপক্ষে যুদ্ধ যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন স্পেনের দল স্পোর্তিং গিহনের ডিফেন্ডার ভাসিল ক্রাভেটস।
স্প্যানিশ স্পোর্টস চ্যানেল রেডিও মার্কাকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন ভাসিল। এ সময় ইউক্রেন সংকটের তীব্র নিন্দাও প্রকাশ করেন এই ফুটবলার।
ইউক্রেনের অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলা ভাসিল বলেন, ‘তারা মানুষকে হত্যা করছে, অধিবাসীদের মারছে। এটা রাশিয়ার ভুল নয়, আমি বলব পুতিনের ভুল।
‘আমরা এমন একটা দেশ যারা শান্তিতে বসবাস করতে চাই। আমরা কারও কাছ থেকে কোনো আক্রমণ চাই না। শান্তিতে বাঁচতে চাই।’
নিজ দেশের এমন পরিস্থিতিতে ফুটবল খেলাও বন্ধ রেখেছেন তিনি। এর মধ্যে দলের ট্রেনিংয়েও যাচ্ছেন না তিনি। তবে, অস্ত্র চালাতে জানেন না উল্লেখ করে দেশকে সাহায্য করতে এগিয়ে আসতে চান বলে জানান এ ফুটবলার।
তিনি বলেন, ‘সত্যি করে বলি, আমি যুদ্ধে যেতে চাই। দেশকে সাহায্য করতে চাই। আমি তাদের সাহায্য করতে পারব না, কারণ আমি শুট করতে জানি না, কীভাবে মুভ করতে হয় জানি না, জানি না কীভাবে অস্ত্র লোড করতে হয়। কিন্তু সত্য হলো আমি সাহায্য করতে চাই।’
‘যদি আমি যেতে পারি তাহলে আমার দেশের মর্যাদার জন্য লড়ব। সবগুলো এয়ারপোর্ট ব্লকড করে রাখা হয়েছে। যদি দেশ চায় তাহলে সবাইকে নিজের দেশকে নিরাপত্তা দিতে হবে। আমি যাচ্ছি ক্লাবের সঙ্গে আলোচনা করতে এবং আমি যুদ্ধে যেতে চাই।’
বৃহস্পতিবার থেকে পূর্ব ইউরোপে রুশভাষীদের ওপর ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটিতে সামরিক অভিযানের ঘোষণা দেন। যুদ্ধ ঘোষণায় যে সংকট তৈরি হয়েছে তাতে জটিল পরিস্থিতির তৈরি হয়েছে।