শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিপিএলের দিনের নির্ধারিত দুই ম্যাচের এক ম্যাচও মাঠে গড়াতে পারেনি বৃষ্টির কারণে। দ্বিতীয় ম্যাচ ছিল সন্ধ্যা সাড়ে ৬টায়, মিনিস্টার ঢাকা বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যে। ক্রিকেটাররা ম্যাচ না হওয়ায় কাটিয়েছেন অলস সময়। এরইমধ্যে মাঠে ধূমপান করে বিতর্কের জন্ম দিয়েছেন ঢাকার বিদেশি ক্যাটাগরির খেলোয়াড় আফগান তারকা মোহাম্মদ শেহজাদ।
মাঠে শেহজাদকে দেখা যায়, ইলেকট্রিকাল সিগারেট ব্যবহার করতে। ধোঁয়া উড়ানোর মুহূর্তে এক আলোকচিত্রীর ক্যামেরায় ধরা পড়েন এই তারকা। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয় এই ঘটনা।
তবে এই ঘটনায় শাস্তিও পেয়েছেন শেহজাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আচরণবিধি ভেঙ্গে ধূমপান করায় তিরস্কার করা হয়েছে এই আফগান কিপার কাম ব্যাটারকে। এছাড়া এই ওপেনারের নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
আনুষ্ঠানিকভাবে শেহজাদকে সতর্ক করে দেওয়া হয়েছে। বিসিবি শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শেহজাদের শাস্তির কথা জানায়।