• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ভারতীয় সাবেক ক্রিকেটার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০৫:৫৬ পিএম
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ভারতীয় সাবেক ক্রিকেটার
ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সেই ২০০০ সালে। এরপর নানা সময়ে আলোচনায় এসেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি। অযাচিত এক কারণে আবারও খবরের শিরোনাম হলেন তিনি। মাতাল হয়ে মুম্বাইয়ের রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন তিনি। পরে নিজ বাড়ির গেটেই গাড়ির ধাক্কা লাগিয়ে বসেছেন। তাতেই ভারতের স্থানীয় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় পুলিশের সূত্র জানিয়েছে, জামিনে ছাড়া পেয়ে গেছেন সাবেক বাঁহাতি এই ক্রিকেটার। তবে এই ঘটনার পর কাম্বলির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনো।

জানা যায়, রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে অ্যালকোহল গ্রহনের পর পুরোপুরি সচেতন ছিলেন না তিনি। তাতেই ঘটেছে এই দুর্ঘটনা। এখানেই শেষ নয়, এই ঘটনার পর নিজের আবাসনের দ্বাররক্ষী ও আরও কয়েকজন বাসিন্দার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন কাম্বলি। 

এরপর পুলিশ তাকে ভারতীয় দণ্ডবিধির তিনটি ধারায় গ্রেফতার করে। বেপরোয়া গাড়ি চালানো, অন্যের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্নকরণ ও অপকর্মসৃষ্ট ক্ষতির জন্য তাকে যথাক্রমে ২৭৯, ৩৩৬ ও ৪২৭ ধারায় অভিযুক্ত করা হয়। তবে বান্দ্রার পুলিশ জানিয়েছে এর কিছু পরেই জামিনে মুক্তি পেয়ে গেছেন তিনি।

এর আগে গেল বছরের শেষ দিকে আরও একবার আলোচনায় এসেছিলেন কাম্বলি। সেবার অবশ্য অভিযোগ করার দলে ছিলেন তিনি। ব্যাংক কর্মকর্তা সেজে এক প্রতারক লাখ টাকা হাতিয়ে নিয়েছিল তার অ্যাকাউন্ট থেকে।

কাম্বলির আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ১৯৯১ সালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। এরপর ১০ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ১৭ টেস্ট ও ১০৪টি ওয়ানডে ম্যাচ। যেখানে ব্যাট হাতে ৪ সেঞ্চুরি ও ৩ হাফ সেঞ্চুরিতে টেস্টে ১০৮৪ ও ওয়ানডেতে ২ সেঞ্চুরি ও ১৪ হাফ সেঞ্চুরিতে ২৪৭৭ রান করেছেন তিনি।  

খেলা বিভাগের আরো খবর

Link copied!