হোবার্টে ইংল্যান্ডের টিম হোটেলে রাতে মদ্যপানের ঘটনায় তদন্ত শুরু করেছে ইসিবি। খেলোয়াড়দের ঘুমাতে পাঠানোর জন্য শেষ পর্যন্ত পুলিশকে ডাকা হয়েছিল - এমনটাও শোনা যাচ্ছে।
সিডনি মর্নিং হেরাল্ডেে প্রকাশিত মোবাইল ফোনের এক ফুটেজে জো রুট ও জেমস অ্যান্ডারসনকে তিন অস্ট্রেলিয়ান নাথান লিয়ন, ট্র্যাভিস হেড ও অ্যালেক্স কেরির সঙ্গে গভীর রাত পর্যন্ত পার্টি করতে দেখা যায়। পঞ্চম টেস্টের সমাপ্তির এই ঘটনা ঘটে৷ ক্রিকেটাররা তখনো সাদা পোশাকেই ছিলেন।
হোবার্টের ক্রাউন প্লাজা হোটেল এলাকায় গোলমালের অভিযোগে পুলিশকেও ডাকা হয়। এরপর খেলোয়াড়রা সবাই সেই জায়গা ছেড়ে চলে যান।
এদিকে পুলিশের বিবৃতিতে বলা হয়, "তাসমানিয়া পুলিশ সোমবার সকালে ক্রাউন প্লাজা হোবার্টে একটি এলাকায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নেশাগ্রস্ত ব্যক্তিদের গোলমাল করতে দেখতে পায়। তাদের সাথে পুলিশ কথা বলেছে সকাল ৬টার পরে। তাদের কিছু জিজ্ঞাসা করা হলে তারা এলাকা ছেড়ে চলে যায়। পুলিশ আর কোনো ব্যবস্থা নেবে না।"
এই ঘটনার ফুটেজ ইংল্যান্ডের সহকারী কোচ গ্রাহাম থর্পের ধারণ করেছেন বলে ধারনা করা হচ্ছে৷ ভিডিওতে এক মহিলা পুলিশ অফিসারকে এই খেলোয়াড়দের বলতে শোনা যায় "খুব জোরে শব্দ হচ্ছে। আপনাদের এখান থেকে চলে যাওয়া উচিত। এখন শোবার সময়, ধন্যবাদ।"
অন্যদিকে ক্যামেরার পেছন থেকে থর্পকে বলতে শোনা যায়, "আমরা নাথান লিয়ন, রুটকে পেয়েছি, কেরি এবং অ্যান্ডারসন আছে। আমি শুধু আইনজীবীদের জন্য এটি ভিডিও করব। সকালে দেখা হবে।"
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইসিবি'র এক মুখপাত্র বলেন, এই ঘটনাটি তদন্ত করা হবে। ইসিবির বিবৃতিতে বলা হয়, "সোমবার ভোরের দিকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পুরুষ দলের সদস্যরা হোবার্টের হোটেল এলাকায় মদ্যপান করে। হোটেল ম্যানেজমেন্ট হোটেলের গেস্টদের কাছ থেকে শোরগোলের অভিযোগ পেয়েছিল। অস্ট্রেলিয়ার স্থানীয় পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়। হোটেল ম্যানেজমেন্ট এবং তাসমানিয়ান পুলিশ যখন চলে যেতে বলল, খেলোয়াড়রা নিজ নিজ হোটেলের কক্ষে ফিরে যায়। ইংল্যান্ড দল অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী। ইসিবি আরও তদন্ত করবে। তদন্ত তক্ষণ না শেষ হয়, আমরা আর কোনো মন্তব্য করব না।"
৪-০ ব্যবধানে অ্যাশেজ হারের পর এ ঘটনায় ইংল্যান্ড দল আরও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। যদিও জো রুট বলছেন, অধিনায়কত্বের চার বছরে দ্বিতীয়বার অ্যাশেজে পরাজয়ের পরও ইংল্যান্ডের অধিনায়ক হিসেবেই থাকতে চান তিনি।