ভারতের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। গত সিরিজের দলের সাথে এই সিরিজের দলের রয়েছে বিস্তর ফারাক। স্কোয়াডে ফিরেছেন লাহিরু থিরিমানে ও নিরোশান ডিকবেলা। এছাড়া কুশল মেন্ডিসকে স্কোয়াডে রাখা হয়েছে ম্যাচের আগে পুরোপুরি ফিট থাকা সাপেক্ষে। আনক্যাপড লেগস্পিনার জেফরি ভ্যান্ডারসেও ডাক পেয়েছেন।
মেন্ডিস এবং ডিকবেলা দুজনেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কার শেষ সিরিজ খেলতে পারেননি। দুজনেই সেই সময়ে ইংল্যান্ডে জৈব-বলয় লঙ্ঘনের জন্য নিষেধাজ্ঞার শিকার হয়েছিলেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে উঠার পর মেন্ডিসকে তার ফিটনেস প্রমাণ করতে হবে আগে।
৩২ বছর বয়সী থিরিমানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজও মিস করেন কিন্তু ব্যাটিং অর্ডারে উন্নতি করতে ফিরে আসেন। সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে যাওয়া সুরাঙ্গা লাকমল পেস আক্রমণের নেতৃত্ব দেবেন।
ওশাদা ফার্নান্দো, রোশেন সিলভা, সুমিন্দা লক্ষন, রমেশ মেন্ডিস (ফিটনেসের কারণে), মিনোদ ভানুকা, লক্ষন সান্দাকান, অসিথা ফার্নান্দো এবং চামিকা গুনাসেকারার দলে জায়গা হয়নি।
এদিকে, ইনজুরিতে আক্রান্ত কুশল মেন্ডিস এবং মহেশ থিকশানার জায়গায় নিরোশান ডিকবেলা এবং ধনঞ্জয়া ডি সিলভাকে টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়েছে। এছাড়াও, মহেশ থিকশানা দেশে ফিরবেন এবং অস্ট্রেলিয়া থেকে ওয়ানিন্দু হাসারাঙ্গাও ফিরবেন।
শ্রীলঙ্কা টেস্ট স্কোয়াড: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ধনঞ্জয় ডি সিলভা (সহ-অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, লাহিরু থিরিমান্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দীনেশ চান্দিমাল, চরিথ আসালঙ্কা, নিরোশান ডিকওয়েলা, চামিকা করুনারত্নে, লাহিরু কুমারা, সুরাঙ্গা লাকমল, দুশমান্থা চামিরা, বিশ্ব ফার্নান্দো, জেফরি ভ্যান্ডারসে, প্রবীণ জয়বিক্রম, লাসিথ এম্বুলডেনিয়া, রমেশ মেন্ডিস (দলের সাথে থাকলেও খেলবেন না), কুশল মেন্ডিস (ফিট থাকা সাপেক্ষে)।