অ্যান্টিগায় অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে আজ ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে টাইগাররা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪ রান করেছে বাংলাদেশ।
যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ গত আসরে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল। গত আসরের ফাইনালিস্ট দুই দলের এবার ফাইনালে যাওয়ার সুযোগ থাকছে না। আজ হেরে এক দলকে বিদায় নিতে হবে এই আসর থেকে।
ভারতের হয়ে ৩টি উইকেটই নিয়েছেন রবি কুমার। ইনিংসের দ্বিতীয় ওভারেই তিনি বোল্ড করেন মফিজুল ইসলামকে (২)। এরপর ষষ্ঠ ও অষ্টম ওভারে বল করতে এসে যথাক্রমে তুলে নেন ইফতেখার হোসেইন (১) ও প্রান্তিক নওরোজ নাবিলের (৭) উইকেট।
বাংলাদেশ একাদশ
মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন, প্রান্তিক নওরোজ নাবিল, আইচ মোল্লা, মো. ফাহিম, আরিফুল ইসলাম, এসএম মেহরব, রাকিবুল হাসান, আশিকুর জামান, তানজিম হাসান সাকিব ও রিপন মণ্ডল।
ভারত একাদশঃ
রঘুবংশী, হারনুর সিং, এসকে রশিদ, যশ ধুল (অধিনায়ক), রাজ বাওয়া, সিদ্ধার্থ যাদব, কৌশল তাম্বে, দীনেশ বানা (উইকেটকিপার), রাজবর্ধন হাঙ্গার্গেকর, ভিকি ওস্তওয়াল, রবি কুমার।