• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬
নারী বিশ্বকাপ

ভারতের কাছে বড় হার বাংলাদেশের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২২, ২০২২, ০১:৩৮ পিএম
ভারতের কাছে বড় হার বাংলাদেশের

নারী বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে ভারতের কাছে ১১০ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। 

মঙ্গলবার (২২ মার্চ) নিউজিল্যান্ডের হ্যামিল্টনে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২২৯ রান করে ভারত। জবাবে ৪০.৩ ওভারে ১১৯ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ।
 

টসে জিতে ব্যাট করতে নেমে দুই ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা চমৎকার শুরু করেন। দলের ৭৪ রানে ব্যক্তিগত ৩০ রানে স্মৃতি ফিরে যান। দলের ৭৪ রানেই আরও দুই উইকেট হারায় ভারত। আরেক ওপেনার শেফালি (৪২) ও অধিনায়ক মিতালি রাজ শূন্য রানে ফেরত যান।

দলের ব্যাটিং বিপর্যয়ে টপ অর্ডার ব্যাটার স্বস্তিকা ভাটিয়া হারমনপ্রিত কৌরকে সাথে নিয়ে দলের হাল ধরেন। হারমনপ্রিত দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন। স্বস্তিকা হাফ সেঞ্চুরি পূর্ণ করেই প্যাভিলিয়নের পথ ধরেন। রিচা ঘোষের ২৬, পূজা বস্ত্রকারের ৩০ ও স্নেহ রানার ২৭ রানে ৭ উইকেটে ২২৯ রানে থামে ভারতের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলের ১২ রানে প্রথম উইকেটের পতন ঘটে তাদের। ৩ রানের ব্যবধানে দ্বিতীয় উইকেট হারায় টাইগ্রেসরা। মাত্র ৩৫ রানেই ৫ উইকেট খুইয়ে ফেলে নিগার সুলতানারা।

ওপেনার মুর্শিদা খাতুন (১৯) বাদে টপ অর্ডারের অন্য কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। এরপর লতা মণ্ডল ও সালমা খাতুন দলের বিপর্যয় এড়ানোর চেষ্টা চালান। লতা ২৪ ও সালমা ৩২ রান করে ফিরে যান। বাকি ব্যাটারদের আসা-যাওয়ার মধ্যে কেবল রিতু মনি ১৬ ও জাহানারা আলম ১১ রান করেন।

বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ৪০.৩ ওভারেই। সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১১৯ রান জমা করতে সক্ষম হয় তারা। 

Link copied!